Rajiv Kumar: ‘চার গুণ গুলি চালাব’, এবার এনকাউন্টারের পথে হাঁটার নির্দেশ ডিজি রাজীব কুমারের?
Rajiv Kumar: বুধবার উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে আক্রান্ত হন দুই পুলিশকর্মী। তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। বুধবার রাতেই একইভাবে আক্রান্ত হয়েছে পুলিশ। ডোমকলে ধারাল অস্ত্রে আঘাত করা হয়।
কলকাতা: রাজ্যের একাধিক জায়গায় পুলিশের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। গোয়ালপোখরে গুলিবিদ্ধ দুই পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। সেই ঘটনার পর এবার কড়া বার্তা দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। পুলিশকে গুলি করা হলে পুলিশও যে ছেড়ে কথা বলবে না, সেটাই কার্যত জানিয়ে দিলেন ডিজি। তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজীব কুমার বলেছেন, “আমাদের গুলি করলে, আমরা চারগুণ গুলি চালাব। কীভাবে মোকাবিলা করতে হয় জানি। আমরা প্রশিক্ষিত। গুলি করলে কী করতে হয়, তা জানা আছে।” রাজ্যে যখন একাধিক জায়গায় আক্রান্ত পুলিশ, তখন রাজীব কুমার পুলিশের জন্য পাল্টা আক্রমণের বার্তা দিলেন? প্রশ্ন উঠছে, তাঁর কথায় কি এনকাউন্টারের ইঙ্গিত মিলল? নাকি পুলিশকর্মীদের উৎসাহিত করতেই এমন বক্তব্য!
বুধবার বিকেলে উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে এক আসামিকে আদালত থেকে জেলে ফিরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় আচমকা ওই আসামি আগ্নেয়াস্ত্র বের করে গুলি চালায়। বুধবার রাতে মুর্শিদাবাদের ডোমকলে এক দুষ্কৃতীকে ধরতে গেলে পুলিশের হাতে হাঁসুয়ার কোপ বসিয়ে দিয়ে পালায়। এই সব ঘটনাতেই নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। তবে বিরোধীরা মনে করাচ্ছেন, এমন ঘটনা প্রথম নয়। এ রাজ্যে পুলিশ আক্রান্ত হয়েছে বহুবার।
বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “আগে পুলিশ পাল্টা আক্রমণ করে দেখাক, তারপর বুঝব।” শুধুমাত্র ডিজি-র একটা কথায় বিশ্বাস করতে রাজি নন তিনি।
অন্যদিকে, প্রাক্তন পুলিশকর্তা অরিন্দম আচার্য বলেন, “উপর মহল থেকে নির্দেশ না পেলে কি আমরা পাল্টা আক্রমণ করতে পারব না?” তিনি প্রশ্ন তুলেছেন, আইন যেখানে অধিকার দিয়েছে, সেখানে একজন ডিজি বা উচ্চপদস্থ কর্তার নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে কেন!