Dilip Ghosh Assembly Election 2022 Results: ‘বিরোধীরা কোনও ফ্যাক্টরই হবে না, পাঁচ রাজ্যেই জয় বিজেপির’, আত্মবিশ্বাসী দিলীপ

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 10, 2022 | 8:20 AM

Dilip Ghosh Assembly Election 2022 Results: দিলীপ ঘোষের কাছে প্রশ্ন ছিল, গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে? তাঁর উত্তর, "তৃণমূল কোনও ফ্যাক্টর হবে না। আমাদের ১১ টা আসন ছিল, তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে সরকার আমাদের হবে।"

Dilip Ghosh Assembly Election 2022 Results: বিরোধীরা কোনও ফ্যাক্টরই হবে না, পাঁচ রাজ্যেই জয় বিজেপির, আত্মবিশ্বাসী দিলীপ
ইকোপার্কে দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: পাঁচ রাজ্যের বিধানসভার ফলাফল নিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী দিলীপ ঘোষ। বিজেপির সরকার সব জায়গায় হবে। বৃহস্পতিবার নিউটাউনে প্রাতঃভ্রমণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত, আজ পাঁচ রাজ্যের বিধানসভার ফলঘোষণা। তবে গোটা দেশের নজর রয়েছে উত্তরপ্রদেশের দিকেই। বুথ ফেরত প্রায় সব সমীক্ষাই যোগীকে এগিয়ে রেখেছে। দলের জয়ের ব্যাপারে একশো নিশ্চিত দিলীপ ঘোষও। তবে পঞ্জাবের ব্যাপারে অন্য কথা বললেন দিলীপ। তিনি বলেন, “পঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দিইনি। অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি পঞ্জাবে ভালো ফল হবে।”

দিলীপ ঘোষের কাছে প্রশ্ন ছিল, গোয়ায় কি তৃণমূল ফ্যাক্টর হবে? তাঁর উত্তর, “তৃণমূল কোনও ফ্যাক্টর হবে না। আমাদের ১১ টা আসন ছিল, তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে সরকার আমাদের হবে।” গত বিধানসভা নির্বাচনে গোয়ায় কংগ্রেস সব থেকে বেশি আসন পেলেন, ম্যাজিক ফিগার না ছুতে পারায় বিজেপি জোট গঠন করে ক্ষমতায় আসে। সেক্ষেত্রে এবারের রাজনৈতিক সমীকরণ বলেছে অন্য কথা। একেবারেই অপরিচিত মাটিতে শক্তি পরীক্ষায় নেমেছে তৃণমূল। গোয়ায় কি তবে খাতা খুলতে পারবে তৃণমূল? সেটাই এখন দেখার।

বিধানসভায় বিজেপির লাড্ডু বিতরণ প্রসঙ্গেও এদিন মুখ খোলেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “পার্টি যখন ছোট ছিল, আমি তখন লজেন্স বিতরণ করতাম। এখন পার্টি বড় হয়েছে, এখন লাড্ডু খাওয়ানো উচিত আনন্দের দিনে। তবে অন্যরা খাবেন কিনা জানি না আমাদের লোকেরা তো খাবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকেই শুরু হয়েছে উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের গণনাপর্ব। গণনার শুরুতেই দেখা যাচ্ছে, সকাল থেকেই ঝড় তুলেছে গেরুয়া শিবির।

আরও পড়ুন:  Ek Janala Project: বহুতল আবাসন নির্মাণে অনুমতি পেতে এবার নয়া নিয়ম! চালু ‘এক জানালা’ ব্যবস্থাপনা

আরও পড়ুন: Madhyamik 2022: বড় খবর! মাধ্যমিকের তৃতীয় দিনেই হাইকোর্টে দায়ের হল মামলা, কোন পথে রাজ্য?

Next Article