Dilip Ghosh: দিল্লিতে ২৬ নিয়ে আলোচনা সারলেন দিলীপ, টিকিট কি নিশ্চিত?

Dilip Ghosh: মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন দিলীপ ঘোষ। আর বুধবার সকালেই স্ত্রীকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন দিল্লি। বিজেপির সদর দফতরেও গেলেন তিনি।

Dilip Ghosh: দিল্লিতে ২৬ নিয়ে আলোচনা সারলেন দিলীপ, টিকিট কি নিশ্চিত?
দিলীপ ঘোষ (ফাইল ছবি)Image Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jul 09, 2025 | 10:14 PM

নয়া দিল্লি: দিলীপের ভাষায় তাঁর এখনও ‘মার্কেটে’ দাম আছে। দলীয় পদ নেই, সাংসদও পদও গিয়েছে ২০২৪-এই। তবু যে তিনি বাংলার রাজনীতি থেকে প্রাসঙ্গিকতা হারাননি, তা বুঝিয়ে দিয়েছেন বারবার। মঙ্গলবার শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়ে রাজ্য বিজেপির দফতরে তাঁকে ঘিরে অনুগামীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে বিজেপির সদর দফতরে হাজির দিলীপ।

হঠাৎ কেন দিল্লি গেলেন দিলীপ? সেখানে গিয়ে কী আলোচনা হল? বুধবার সকাল থেকেই চলছিল জল্পনা। বিকেলে বৈঠক সেরে বেরিয়ে দিলীপ ঘোষ জানালেন, ২০২৬-এর বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এদিন।

এদিন শিব প্রকাশের সঙ্গে বৈঠক হয় দিলীপের। বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, ওঁর অভিজ্ঞতা আছে বাংলা সম্পর্কে। তাই পশ্চিমবঙ্গের আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। তাঁর দাবি, এবার বিধানসভা নির্বাচনে বিজেপির আরও ১০০ আসন লাগবে। সেভাবেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এবার কি তবে নতুন করে কোনও দায়িত্ব দেওয়া হচ্ছে? আবার কি কেন্দ্রীয় কমিটিতে জায়গা পাবেন দিলীপ? এই প্রশ্নের উত্তরে প্রাক্তন সাংসদ জানান, এখনও পর্যন্ত কোনও বাড়তি দায়িত্ব দেওয়া হয়নি। তৈরি হবে কেন্দ্রীয় কমিটি, তারপর ঠিক হবে। তবে বিধানসভা নির্বাচনে কি টিকিট পাবেন? জল্পনা জিইয়ে রাখলেন দিলীপ ঘোষ।

দিলীপের বক্তব্য়, “দেখি পার্টি কীভাবে চায়। আমি তো বিধানসভায় আগে ক্যান্ডিডেট হয়েছি, লোকসভাতেও হয়েছি। পার্টির প্রয়োজনে যেটা দরকার সেটা করব।”