কলকাতা: ত্রিপুরার (Tripura) পর গোয়ায় (Goa) সংগঠন সাজানোয় মন দিয়েছে তৃণমূল (TMC)। খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কয়েক দিনের মধ্যেই পা রাখবেন সে রাজ্যে। সংগঠন পোক্ত করতে দায়িত্ব দেওয়া হয়েছে বাবুল সুপ্রিয়কে (Babul Supriyo)। আর সেই খবর শুনেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন, ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’।
বিজেপি ছেড়ে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দিয়েছেন খুব বেশিদিন হয়নি। এক মধ্যেই গোয়ায় বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছেন তিনি। যাওয়ার আগে তিনি জানিয়েছেন, তিনি কাজ করতে চেয়েছিলেন, তাই দিদি তাঁকে দায়িত্ব দিয়েছেন। এই খবরে যে বিজেপি মোটেই বিচলিত নয়, তেমনটাই প্রকাশ পেল দিলীপ ঘোষের কথায়। সোমবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, আগে তো তৃণমূল গোয়ায় কাজ শুরু করুক। পাশাপাশি বাবুলকে দায়িত্ব দেওয়ার কথা শুনে দিলীপ ঘোষ হেসে বলেন, ভালো লোককেই দায়িত্ব দিয়েছে। বাবুল কতটা কাজ করতে পারবে, সেই বিষয়ে জানতে চাওয়া হলে দিলীপ বলেন, ‘গোয়া যেন টালিগঞ্জ না হয়ে যায়’।
উল্লেখ্য, আসানসোল থেকে পরপর দুবার সাংসদ হলেও বিধানসভা নির্বাচনে হেরে যান বাবুল। টালিগঞ্জ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে লড়েছিলেন তিনি। সে কথা মনে করিয়ে দিয়েই তৃণমূল নেতাকে কটাক্ষ করেন দিলীপ।
দলে থাকতেও অবশ্য দিলীপ-বাবুলের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। বাবুলের দলত্যাগের পর দিলীপ বলেছিলেন, “উনি তারকা। দলের হননি কখনও। রাজনৈতিক ব্যক্তিত্ব নন। আবেগ দিয়ে রাজনীতি করেন।”
যদিও, বিজেপিতে থাকাকালীন সরাসরি দিলীপ ঘোষকে আক্রমণ করেননি বাবুল। ও পথে পা বাড়াননি দিলীপও। কিন্তু, বাবুলের তৃণমূলে যোগদানের পরেই বদলে গিয়েছে গোটা ছবিটাই। একের পর এক বাক্য়বাণে একে অপরকে বিদ্ধ করেছেন। যদিও, তৃণমূলের তরফে বলা হয়েছিল, বাবুল সুপ্রিয় দলে তাঁর যোগ্য সম্মান না পেয়েই বিজেপি ত্যাগ করেছেন।
গত ৩১ জুলাই বিজেপি ছেড়ে রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা ঘোষণা করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। জানিয়েছিলেন, ভবিষ্যতে অন্য কোনও দলে যোগ দেবেন না তিনি। কিন্তু গত কিছুদিন আগেই শিবির বদল করে তৃণমূলে যোগদান করেন বাবুল। তাঁর এই পদক্ষেপে কার্যত অবাকই হয়েছিল বিজেপি শিবির। তৃণমূলে যোগ দিয়ে গেরুয়া শিবিরের বিরুদ্ধে তোপ দেগে বাবুল বলেছিলেন, ‘আমি রিজার্ভ বেঞ্চে বসে থাকার লোক নই। যে দল খেলাবে সেই দলেই খেলব। দিদি ও অভিষেক আমাকে বড় সুযোগ দিয়েছেন। বিজেপিতে কাজ করতে পারছিলাম না। আমি খুশি, তৃণমূল আমার ওপর ভরসা করেছে।’ আর দলে যোগ দেওয়ার পরই গোয়ায় রাজ করার সুযোগ দেওয়া হল তাঁকে।
আরও পড়ুন: COVID Protocol: অরক্ষিত মুখে ঘুরছিলেন তৃণমূল নেতা, ধমক দিয়ে মাস্ক পরালেন থানার বড়বাবু!