AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh EXCLUSIVE: ‘যুদ্ধ-ঝগড়া হচ্ছে বলে বিয়ে না করে বসে থাকব নাকি!’, মুর্শিদাবাদের তপ্ত পরিস্থিতিতে বিয়ে নিয়ে বললেন দিলীপ

Dilip Ghosh EXCLUSIVE: আসলে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল, যখন মুর্শিদাবাদের এত তপ্ত পরিস্থিতি,  যখন হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, আর তা কেন্দ্র করে ময়দানে নেমেছে বিজেপি, ঠিক সে সময়েই বিয়ে করে গোটা লাইমলাইটে কীভাবে চলে এলেন তিনি!

Dilip Ghosh EXCLUSIVE: 'যুদ্ধ-ঝগড়া হচ্ছে বলে বিয়ে না করে বসে থাকব নাকি!', মুর্শিদাবাদের তপ্ত পরিস্থিতিতে বিয়ে নিয়ে বললেন দিলীপ
দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী।Image Credit: TV9 বাংলা
| Updated on: May 02, 2025 | 10:16 PM
Share

কলকাতা: দিলীপ ঘোষ মানেই বিতর্ক। আর সে কথা এক বাক্যে স্বীকারও করেন নিজেও। প্রথমে বিয়ে, তারপর মমতা-সাক্ষাৎ- তাঁর কীর্তিতে ঝড় উঠছে দল অন্দরেও। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এসে বিয়ে নিয়েও মুখ খুললেন দিলীপ। সোজাসাপটা বললেন, ” আমি বিয়ে কখন করব, সেটাও কি ওরা বলে দেবে?”

কিন্তু এ প্রসঙ্গ আসল কেন? আসলে দিলীপ ঘোষের কাছে জানতে চাওয়া হয়েছিল, যখন মুর্শিদাবাদের এত তপ্ত পরিস্থিতি,  যখন হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, আর তা কেন্দ্র করে ময়দানে নেমেছে বিজেপি, ঠিক সে সময়েই বিয়ে করে গোটা লাইমলাইটে কীভাবে চলে এলেন তিনি! এ প্রসঙ্গে উত্তর দিতে গিয়েই দিলীপ বললেন, “অনেকের খুব কষ্ট হয়েছে, আমি কেন বিয়ে করলাম। বিয়ে না করলে ওদের কী লাভ হত, আমি জানি না। আমি বিয়ে কখন করব, কাকে করব, কেন করব, সেটাও ওরা ঠিক করে দেবে। যুদ্ধ-ঝগড়া হচ্ছে বলে বিয়ে না করে বসে থাকব নাকি!” পাল্টা দিলীপই প্রশ্ন তোলেন, “ক’জন বিয়ে না করে ব্যাচেলর হয়ে বসে রয়েছেন বলুন! আমার এতদিন দরকার হয়নি বিয়ে করার, করিনি, এখন দরকার হয়েছে, করেছি। সেটা নিয়েও রাজনীতি হবে, কারণ দিলীপ ঘোষ!”

দিলীপ দাবি করলেন,  মুর্শিদাবাদের দাঙ্গা যে সময়ে শুরু হয়েছিল, সেই শুরুর দিনটা তিনি সেখানেই ছিলেন। দিলীপের কথায়, “যেদিন ওখানে দাঙ্গা শুরু হয়েছিল, আমি ওখানেই ছিলাম। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, মোথাবাড়িতে ডিএম অফিস ঘেরাও হবে, ওখানে যান। ফেরার সময়ে ফরাক্কায় আমাকে আটকায় পুলিশ, বলছে, ওখানে বিশাল গন্ডগোল হচ্ছে, যাবেন না। আমার কাছে ধূলিয়ান, সামসেরগঞ্জ থেকে ফোন আসছে, মন্দির ভাঙা হচ্ছে। আমি এডিজিকে ফোন করি, এখন দিল্লিতে তাঁর বদলি হল, আমার পরিচয় ছিল বলে ফোন করি। ৬টার সময়ে ফোর্স পাঠালেন। আমি যখন সাড়ে ৯টা-১০টা নাগাদ ফিরছি, তখন রাস্তার দুধানে আগুন জ্বলছে।”

বিয়ে পর্ব তো মিটেছে, সস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্য়মন্ত্রীর সঙ্গে সাক্ষাতও করেছেন, তাতে বিতর্কে আরও ঘি পড়েছে! তাতেও  নিরুত্তাপ দিলীপ!