
কলকাতা: শুক্রবার বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্গাপুরে হবে সভা। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। দফায় দফায় নেতা-নেত্রীরা পরিদর্শন করেন সভাস্থল। এরই মধ্যে একটি প্রশ্ন ঘোরাফেরা করছে বঙ্গ রাজনীতিতে। দিলীপ ঘোষ কি যাবেন? প্রাথমিকভাবে তাঁর যাওয়ার কথাই শোনা যাচ্ছিল। দিলীপের সক্রিয় ভূমিকা সম্পর্কে নতুন করে চর্চা শুরু হয়েছিল। তবে, শেষ মুহূর্তে তৈরি হল অন্য জল্পনা।
প্রধানমন্ত্রী যেদিন বাংলায় আসছেন, সেদিনই দিল্লি চলে যাচ্ছেন দিলীপ ঘোষ! এমনটাই বললেন বিজেপির আর এক প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার দুর্গাপুরে গিয়ে মোদীর সভাস্থল পরিদর্শন করেন সুকান্ত। দিলীপ ঘোষকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, “উনি কেন্দ্রীয় নেতৃত্বের ডাকে শুক্রবার দিল্লি যাচ্ছেন। আপনারা দেখতে পাবেন।” এর বেশি কোনও কথা বলতে চাননি তিনি।
প্রশ্ন হল, কিছুদিন আগেই দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করে কলকাতায় ফিরেছেন। আবার কী এমন প্রয়োজন পড়ল যে হঠাৎ ফের যেতে হচ্ছে তাঁকে? প্রধানমন্ত্রীর সভায় যে দিলীপ ঘোষ উপস্থিত থাকবেন না, তা সুকান্ত মজুমদারের কথায় একরকম স্পষ্ট।
শমীক ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পর থেকে দিলীপ ঘোষকে নতুন করে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। সেই আবহেই মোদীর সভা হওয়ায় প্রশ্ন ওঠে, দিলীপ ঘোষ কি থাকবেন? গত কয়েক বছরে মোদী বাংলায় যত সভা করেছেন, তার বেশির ভাগেই দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবারও আমন্ত্রণ পাননি তিনি। সাংবাদিকদের জানিয়েছিলেন, আমন্ত্রণ না পেলেও দর্শকাসনে বসে মোদীর কথা শুনবেন তিনি। তবে সুকান্তর বক্তব্য অনুযায়ী সেটাও এবার হচ্ছে না।