Dilip Ghosh: ‘কেন্দ্রীয় বাহিনী হাজারদুয়ারি দেখতে যায়…’, ভোট নিয়ে বড় দাবি দিলীপের
Central Force: বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকা যথেষ্ট নয় বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, বাহিনী দিতে হবে বুথের ভিতরে। সেখানেই আসল ভোট লুঠ চলে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাইরে রাখা হলে বাহিনীকে পর্যটকের ভূমিকায় দেখা যায় বলে মন্তব্য করেছেন তিনি।

কলকাতা: বাংলায় বিগত কয়েকটি ভোট কেন্দ্রীয় বাহিনী ছাড়া হয়নি। পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে লোকসভা, সব নির্বাচনই হয়েছে কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে। কিন্তু সেই সব নির্বাচনের ফলাফল গেরুয়া শিবিরের জন্য সন্তোষজনক হয়নি। এবার ভোটের আগে নতুন করে সক্রিয় হয়ে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে মুখ খুললেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।
বুথের বাইরে কেন্দ্রীয় বাহিনী থাকা যথেষ্ট নয় বলে মনে করছেন দিলীপ ঘোষ। তাঁর মতে, বাহিনী দিতে হবে বুথের ভিতরে। সেখানেই আসল ভোট লুঠ চলে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। বাইরে রাখা হলে বাহিনীকে পর্যটকের ভূমিকায় দেখা যায় বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার দিলীপ ঘোষ বলেন, “আমরা বারবার বলেছি। রাস্তায় দাঁড়িয়ে থাকে দর্শকের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনীকে রাখলে হবে না। লুঠ ভিতরে হয়। মারধর করে এজেন্টদের বের করে দেওয়া হয়। ভিতরে বাহিনী রাখলে তবেই যারা ভয়ে ভোট দিতে যায় না, তারা যাবে।” দিলীপ আরও বলেন, “পঞ্চায়েত ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী ছিল। তারা বাসে চেপে ঘুরে বেড়ায়, হাজারদুয়ারি দেখতে যায়।” দিলীপের দাবি, বাইরে যেমন কেন্দ্রীয় বাহিনী থাকবে আই কার্ড চেক করার জন্য, তেমনই ভিতরেও নজরদারি চালাতে হবে।
তবে দিলীপের এই দাবিতে বিচলিত নয় শাসক দল তৃণমূল। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, “তৃণমূলের শাসন মানুষ দেখেছে। বাহিনী তো ভোট দেবে না, মানুষই ভোট দেবে। কোনও সমস্যা নেই।”
