কলকাতা: তিলোত্তমার বিচার চেয়ে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড় চলছে। সেই প্রতিবাদে শামিল হয়ে এবার শিক্ষারত্ন ফেরালেন দীপক মজুমদার। শিক্ষক দিবসে শিক্ষারত্ন ফেরালেন বিকাশ ভবনে। ২০১৩ সালে শিক্ষারত্ন পান দীপক মজুমদার। আরজি করকাণ্ডের প্রতিবাদে শিক্ষারত্ন ফেরত পাঠালেন দীপকবাবু। লজ্জা, ঘৃণ্য ঘটনার প্রতিবাদ জানাতে এই পদক্ষেপ বলে জানান তিনি। এই সরকারের কোনও দফতর কাজ করতে পারছে না বলেও জানান তিনি।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)
উত্তর ২৪ পরগনার রামশঙ্করপুর হাইস্কুলের প্রধান শিক্ষক হিসাবে ২০১৩ সালে শিক্ষারত্ন সম্মান পান দীপক মজুমদার। ১৯৭১ সাল থেকে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত দীপক মজুমদার। ছাত্র পরিষদ করতেন তিনি। এসটিইএ ও পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতিতেও ছিলেন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের আহ্বায়কও ছিলেন, মাধ্য়মিক বোর্ডের উত্তর ২৪ পরগনা জেলার আহ্বায়কও।
৩৪ বছরের বাম জমানার অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তাঁরা, দাবি দীপকবাবুর। তিনি বলেন, “অনেক সংগ্রাম করেছি বলে এই সরকার আসতে পেরেছে। এই সরকার আসায় আমরা খুশি হয়েছিলাম। আমাদের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের কাছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, মুখ্যমন্ত্রী কোনও প্রত্যাশাই পূরণ করতে পারেননি। আগামিদিনে পারবেন বলেও মনে হয় না। মানুষ গর্জে উঠেছে। প্রতিবাদের গর্জন সর্বত্র পৌঁছেছে।” দীপক মজুমদার বলেন, “আমি আমার এই শিক্ষারত্নের ভার আর বইতে চাইছি না। আরজি করের তিলোত্তমাকে যে পাশবিক অত্যাচার ও মৃত্যু, তার বিরুদ্ধেই এই প্রতিবাদ আমার।”