আপনাকে BLO যে Enumeration Form দিয়েছেন, সেখানে আপনাকে কি স্বাক্ষর করতেই হবে?
Special Intensive Revision: এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম দিয়েছেন বিএলওরা। বিএলও-র দিয়ে যাওয়া এনুমারেশন ফর্মের একেবারে নীচে ২টো স্বাক্ষরের অপশন রয়েছে। একটা তো রয়েছে বিএলও-এর। এ ছাড়াও আরও একটি স্বাক্ষর করার জায়গা রয়েছে ওখানে।

চলছে এসআইআর বা বিশেষ নিবিড় পরিমার্জন। আর সেই এসআইআরের জন্য এনুমারেশন ফর্ম দিয়েছেন বিএলওরা। ভোটার প্রতি ২টো করে ফর্ম দিয়েছেন বিএলওরা। এই দুটো ফর্ম তো আপনি ফিলআপ করলেন। কালো বল পেন দিয়ে না হয় ফিলআপ করলেন। সঠিক ভাবে আপনি জেনে জেনেই ফিলআপ করলেন যে কোন জায়গায় আত্মীয়ের নাম লিখবেন আর কোথায় নিজের নাম।
এত কিছুর পরও কিন্তু আপনার চিন্তা গেল না। কারণ? হয়তো আপনি বাড়িতে থাকেন না। বা আপনার সন্তান বাড়ির বাইরে থাকেন অবশ্যই কর্মসূত্রে। তাহলে কী হবে? বিএলও তো বলে গিয়েছেন, ফর্মের নীচে আপনাকে সই করতে। তাহলে কী হবে? যে পরিবারে কোনও ভোটার বাড়িতে নেই, তাঁরা কী করবেন?
বিএলও-র দিয়ে যাওয়া এনুমারেশন ফর্মের একেবারে নীচে ২টো স্বাক্ষরের অপশন রয়েছে। একটা তো রয়েছে বিএলও-এর। এ ছাড়াও আরও একটি স্বাক্ষর করার জায়গা রয়েছে ওখানে। সেখানে লেখা রয়েছে ‘নির্বাচক বা পরিবারের যে কোনও সাধারণ সদস্যের স্বাক্ষর বা টিপছাপ’। অর্থাৎ, ভোটার যদি নাও থাকেন, তাঁর পরিবারের যে কেউ এখানে সই করতে পারেন। ফলে, আপনার এই ক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই।
