SSC Exam: পরীক্ষা তো দিলেন, জানেন আপনার সাবজেক্টে কত লোক নেওয়া হবে?

SSC Recruitment News: স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে নবম-দশমে মোট ২৩২১২ সহকারী শিক্ষক নেওয়া হবে। এর মধ্যে বাংলায় নেওয়া হবে ৩০২৪ জন শিক্ষক। ইংরাজিতে নেওয়া হবে ৩৩৩৬ জন শিক্ষক।

SSC Exam: পরীক্ষা তো দিলেন, জানেন আপনার সাবজেক্টে কত লোক নেওয়া হবে?
প্রতীকী ছবি Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Sep 07, 2025 | 3:17 PM

কলকাতা: স্কুল সার্ভিস কমিশনের হাতে ভাগ্য নির্ধারণ হতে চলেছে ৫ লক্ষ ৬৫ হাজার চাকরিপ্রার্থীর। ৭ সেপ্টেম্বর হয়ে গেল নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষা। ১৪ তারিখ হবে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা। ৭ সেপ্টেম্বর পরীক্ষায় বসলেন ৩ লক্ষ ১৯ হাজার ৯১৯ জন চাকরিপ্রার্থী। ১৪ তারিখের পরীক্ষার দিন পরীক্ষায় বসছেন ২ লক্ষ ৪৬ হাজার প্রার্থী। ৩৫ হাজার ৭৫২ পদের জন্য হচ্ছে পরীক্ষা। কিন্তু জানেন নবম-দশমে কতজন শিক্ষক নিয়োগ হতে চলেছে? 

কোন বিষয়ে কতজন শিক্ষক নেওয়া হচ্ছে? 

স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য বলছে নবম-দশমে মোট ২৩২১২ সহকারী শিক্ষক নেওয়া হবে। এর মধ্যে বাংলায় নেওয়া হবে ৩০২৪ জন শিক্ষক। ইংরাজিতে নেওয়া হবে ৩৩৩৬ জন শিক্ষক। অঙ্কে নেওয়া হবে ৩৯২২ জন শিক্ষক। ইতিহাসে নেওয়া হবে ২১৪৯ জন শিক্ষক। ভূগোলে নেওয়া হবে ১৮৪০ জন শিক্ষক। জীবন বিজ্ঞানে নেওয়া হবে ৩৯১১ জন শিক্ষক। ভৌত বিজ্ঞানে নেওয়া হবে ৪৩৫২ জন শিক্ষক। পাশাপাশি হিন্দিতে নেওয়া হবে ৪৭১ জন শিক্ষক। উর্দুতে নেওয়া হবে ১৮৪ জন শিক্ষক। নেপালিতে ১৭ জন। তেলেগুতে নেওয়া হবে ৬ শিক্ষক। 

কমিশন সূত্রে খবর, পরীক্ষার পর প্রথমে ওএমআর শিট চেক করা হবে। তারপরই অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিচারে প্রাপ্ত নম্বর যুক্ত হবে ওএমআরে প্রাপ্ত নম্বরের সঙ্গে। তারপর মৌখিক পরীক্ষা নম্বর দেওয়া হবে। এরপর লেকচার ডেমনস্ট্রেশনের ভিত্তিতে নম্বর দেওয়া হবে। সূত্র মারফত আরও জানা যাচ্ছে মূল পরীক্ষার পরে বাছাই করা লিস্ট খতিয়ে দেখবে এসএসসি-র আঞ্চলিক অফিসগুলি। আঞ্চলিক অফিসের রিপোর্টের ভিত্তিতে ইন্টারভিউ লিস্ট বানাবে এসএসসি। শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের সুপারিশের মেয়াদ থাকবে সর্বোচ্চ ৯০ দিন। তার মধ্য়ে নিয়োগ করতে হবে মধ্যশিক্ষা পর্ষদকে। খবর এমমটাই।