Doctor’s Protest: সরকারের সঙ্গে বৈঠক হল না ফলপ্রসূ, অনশন চলবে সাফ জানাল ডাক্তাররা

Pradipto Kanti Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 10, 2024 | 10:33 AM

Doctor's Protest: গতকাল অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। স্বাস্থ্য ভবনে চলে একপ্রস্থ বৈঠক। সেই বৈঠক শেষ করে ধর্মতলার অনশন মঞ্চে ফিরে সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন জুনিয়র ডাক্তাররা।

Doctors Protest: সরকারের সঙ্গে বৈঠক হল না ফলপ্রসূ, অনশন চলবে সাফ জানাল ডাক্তাররা
অনশন চলছে
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: সপ্তমীর সকাল থেকে আন্দোলন আরও জোরদার জুনিয়র ডাক্তারদের। তাঁদের অন্যতম দাবি, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্য ভবনের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র মেলেনি। এমনটাই দাবি জুনিয়র ডাক্তারদের। ফলত, তাঁরা বুঝিয়ে দিয়েছেন তাঁদের আমরণ অনশন চলবেই।

গতকাল অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। স্বাস্থ্য ভবনে চলে একপ্রস্থ বৈঠক। সেই বৈঠক শেষ করে ধর্মতলার অনশন মঞ্চে ফিরে সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের বক্তব্য, সরকারের মুখের কথায় কীভাবে অনশন তুলে নেওয়া যায়? আন্দোলনকারী চিকিৎসকদের এও অভিযোগ, তাঁদের দাবিগুলি মেনে নিতে খুব বেশি সময় লাগার কথা নয়। তবে সরকারের কোনও সদিচ্ছা নেই। সেই কারণেই তাঁদের এই অনশন তাঁরা চালিয়ে যাবেন বলেই বার্তা দিয়েছেন।

এ দিকে, অনশনের ১০৯ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। ফলে ক্রমেই দুর্বল হতে শুরু করেছে ডাক্তারদের শরীর। ইতিমধ্যেই ডাক্তার অনুষ্টুপকে হুইল চেয়ারে নিয়ে যেতে হয়েছে। ডাক্তার তনয়া ও সায়ন্তনীর শরীরও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে দ্রুত কোনও পদক্ষেপ না করলে চিকিৎসকদের শরীর যে ক্রমেই খারাপের দিকে এগোবে তা বলার অপেক্ষা রাখে না।

 

Next Article