RG Kar case: অ্যাপ্রনে দশ আঙুলের ‘রক্তের’ ছাপ, চতুর্থীতে তিলোত্তমার ‘যন্ত্রণা’-র কথা তুলে ধরছেন জুনিয়র ডাক্তাররা

RG Kar case: গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তাঁর নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। টানা কর্মবিরতির পর আবার কাজে ফিরেছেন তাঁরা। কিন্তু, আন্দোলন থামাননি। ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জুনিয়র ডাক্তার।

RG Kar case: অ্যাপ্রনে দশ আঙুলের 'রক্তের' ছাপ, চতুর্থীতে তিলোত্তমার 'যন্ত্রণা'-র কথা তুলে ধরছেন জুনিয়র ডাক্তাররা
এই অ্যাপ্রন পরেই রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2024 | 9:01 AM

কলকাতা: সাদা অ্যাপ্রন। তার চারদিকে দশ আঙুলের ‘রক্তের’ দাগ। এমন অ্যাপ্রন পরেই চতুর্থীতে মেডিক্যাল কলেজগুলিতে রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। হাসপাতালে আসা রোগীর পরিজনদের কাছে তিলোত্তমার যন্ত্রণার কথা তুলে ধরতেই এই উদ্যোগ তাঁদের। সিনিয়র চিকিৎসকদেরও এই অ্যাপ্রন পরার অনুরোধ জানান জুনিয়র ডাক্তাররা।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হলে তিলোত্তমার দেহ উদ্ধার হয়। তাঁর নৃশংস পরিণতির প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। টানা কর্মবিরতির পর আবার কাজে ফিরেছেন তাঁরা। কিন্তু, আন্দোলন থামাননি। ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন সাত জুনিয়র ডাক্তার। এবার তিলোত্তমার যন্ত্রণার কথা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে সোমবার সাদা অ্যাপ্রনে প্রতীকী রক্তের ছাপ লাগিয়ে রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। রবিবার ধর্মতলায় অনশনমঞ্চে তারই প্রস্তুতি সারলেন তাঁরা।

এক আন্দোলনকারী জুনিয়র ডাক্তার বলেন, “সব মেডিক্যাল কলেজেই সোমবার এই অ্যাপ্রন পরে রোগী পরিষেবা দেবেন জুনিয়র ডাক্তাররা। আমরা এটা পরেই কাজ করব। কারণ আমাদের অ্যাপ্রন এখন রক্তাক্ত।” আর এক আন্দোলনকারী বলেন, “আমরা কাজে ফিরেছি। কিন্তু, অপরাধ কমেনি। ধর্ষকদের বিন্দুমাত্র ভয় নেই, কারণ উপযুক্ত শাস্তি হয়নি। তাই, দিনের পর দিন একই অপরাধ করতে পারছে।” তাঁরা চাইছেন, সিনিয়ররাও তাঁদের সঙ্গে এই অ্যাপ্রন পরে কাজ করুন।