
কলকাতা: যুবভারতী-কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলছেন, কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজকের যোগাযোগ রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হোক। শনিবার যুবভারতী-কাণ্ডের পরই স্টেডিয়ামের ভিতরে গেরুয়া পতাকার উপস্থিতি নিয়ে সুর চড়িয়েছিলেন কুণাল। তোপ দেগেছিলেন বিজেপির বিরুদ্ধে। এবার করলেন আরও বড় ইঙ্গিত।
ঘটনার পরই তদন্ত কমিটি তৈররি কথা জানিয়ে দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুণাল বলছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় যা করণীয় তিনি করেছেন। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি হয়েছে। ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনও মন্তব্য করব না। তবে পাশাপাশি এটা দেখতে হবে এখানে এই বেসরকারি আয়োজককে ইভেন্টের জন্য বিজেপি শাসিত রাজ্য বা কেন্দ্রের কিছু ক্ষেত্রেও তো যোগাযোগ করতে হয়েছে।” এরপরই রীতিনতো ইঙ্গিতপূর্ণ প্রশ্ন করতে দেখা যায় কুণাল ঘোষকে। বলেন, “কলকাতাকে কালিমালিপ্ত করার জন্য অন্য জায়গায় সুতোর টান দিয়ে কোনও চক্রান্ত হয়নি তো? এই আয়োজকের সঙ্গে দিল্লির চক্রান্তকারীদের যোগাযোগ আছে কী নেই সেটাও তো খতিয়ে দেখার অবকাশ রয়েছে।”
শুধু তাই নয় যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে যাবে কেন সেই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, ‘যাঁরা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিল, নিজেদের ছবি তোলাচ্ছিল, সব ফুটেজ থেকে তাঁদের চিহ্নিত করা হোক। তারা কে, কোন অধিকারে ওখানে ছিল তা প্রকাশ্যে আসুক। একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরের যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক।’