Suvendu Adhikari: ‘পার্টির কথা শুনবেন না, কমিশনের কথা শুনুন’, ফের বিএলও-দের বার্তা শুভেন্দুর
BLO: কাজে গাফলতি, গরমিল পাওয়া গেলে যে কাউকে ছেড়ে কথা বলা হবে না তা বুঝিয়ে দিয়েছিলেন একাধিকবার। এবার ফের সেই কায়দায় সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে। মনে করালেন বিহারের কথা। তৃণমূলকে তুলোধনা করতে করতেই বললেন, “৪৩২ জন বিএলও-দের বিরুদ্ধে বিহারে অভিযোগ হয়েছিল।”
কলকাতা: আগেও বিএলও-দের কাজে গাফিলতি হলে শাস্তির খাঁড়া নিয়ে সুর চড়িয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যা নিয়ে বিতর্কও হয়েছিল বিস্তর। কাজে গাফলতি, গরমিল পাওয়া গেলে যে কাউকে ছেড়ে কথা বলা হবে না তা বুঝিয়ে দিয়েছিলেন একাধিকবার। এবার ফের সেই কায়দায় সুর চড়াতে দেখা গেল শুভেন্দুকে। মনে করালেন বিহারের কথা। তৃণমূলকে তুলোধনা করতে করতেই বললেন, “৪৩২ জন বিএলও-দের বিরুদ্ধে বিহারে অভিযোগ হয়েছিল। এফআইআর হয়েছে। ৫২ জন জেল খাটছেন। আমি বলছে অভিযোগ এলে আপনাদের কেউ বাঁচাতে পারবে না। তাই বলছি আপনারা পার্টির কথা শুনবেন না। নির্বাচন কমিশনের কথা মেনে কাজ করুন।”

