Drug: ‘এখনই তদন্ত বন্ধ করতে হবে…’, ড্রাগ কন্ট্রোলের আধিকারিকের কাছে এল হুমকি ফোন
Drug: কলার আইডি অ্যাপের তথ্য অনুযায়ী, দিল্লির এক প্রভাবশালীর আপ্ত সহায়কের নম্বর থেকে এসেছিল ফোন। এরপরই স্বাস্থ্য ভবনের দ্বারস্থ রাজ্য ড্রাগ কন্ট্রোল। স্বাস্থ্য ভবনে সচিব স্তরে রিপোর্ট জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।

কলকাতা: জাল ওষুধের তদন্তে নেমে হুমকি ফোন! হুমকি দেওয়ার অভিযোগ ড্রাগ কন্ট্রোলের আধিকারিককে। ফোন করে দাবি করা হয়, আধিকারিককে তদন্ত বন্ধ করতে হবে। উল্টোডাঙার এক পাইকারি ওষুধ দোকানে হানার পরই এই হুমকি ফোন আসে বলে খবর। উল্টোডাঙার হানায় মিলেছিল হরিয়ানা যোগ সামনে এসেছে।
কলার আইডি অ্যাপের তথ্য অনুযায়ী, দিল্লির এক প্রভাবশালীর আপ্ত সহায়কের নম্বর থেকে এসেছিল ফোন। এরপরই স্বাস্থ্য ভবনের দ্বারস্থ রাজ্য ড্রাগ কন্ট্রোল। স্বাস্থ্য ভবনে সচিব স্তরে রিপোর্ট জানিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল।
শহর থেকে জেলা-সর্বত্রই তল্লাশি চালাচ্ছেন আধিকারিকরা। মাকড়সার জালের মতো ছড়িয়ে রয়েছে জাল ওষুধের চক্র। উঠে এসেছে অন্ধ্রপ্রদেশ-হরিয়ানার যোগ। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, অন্ধ্রপ্রদেশ-হরিয়ানা থেকে জাল ওষুধ প্রথমে আসছে দিল্লিতে। সেখান থেকে আসছে কলকাতা-সহ সমস্ত মেট্রো সিটিতে। রাতের অন্ধকারে বাসের মাথায় লাগেজের সঙ্গে মিশিয়েই হয়ে যাচ্ছে পাচার।
বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাজ্য ড্রাগ কন্ট্রোল এবং ‘সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজ়েশন’ কয়েক লক্ষ টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করেছে। সম্প্রতি তল্লাশি চালানো হয়েছিল উল্টোডাঙার একটি বেসরকারি হাসপাতালে হানা দেয় কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। তারপরই ফোন আসে বলে জানা গিয়েছে।





