Duare Sarkar: আরও বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা, কবে পর্যন্ত মিলবে পরিষেবা?

Duare Sarkar: এর আগে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প চালানোর সময়সীমা বাড়ানো হয়েছিল। এবার তা আরও ২৬ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল।

Duare Sarkar: আরও বাড়ল দুয়ারে সরকারের সময়সীমা, কবে পর্যন্ত মিলবে পরিষেবা?
দুয়ারে সরকারের লাইন। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 02, 2022 | 5:09 PM

কলকাতা: দুয়ারে সরকারের (Duare Sarkar) শিবির চলবে গোটা ডিসেম্বর মাস জুড়ে। ৩১ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নবান্ন থেকে নির্দেশিকা জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। প্রসঙ্গত, এর আগে ৫ ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প চালানোর সময়সীমা বাড়ানো হয়েছিল। এবার তা আরও ২৬ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হল। কিন্তু কেন এই সময়সীমা বাড়ানো হল? নবান্নের থেকে কারণ হিসেবে জানানো হয়েছে, এখনও পর্যন্ত গ্রামীণ (পঞ্চায়েত) এলাকায় বহু মানুষের দুয়ারে সরকারের শিবির থেকে যে পরিষেবা পাওয়ার কথা, তা তাঁরা পেয়ে উঠতে পারেননি। এর পাশাপাশি আরও অনেক আবেদন জমা পড়া বাকি রয়েছে।

এমন পরিস্থিতিতে অতীতে যে ৫ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারিত করা হয়েছিল, তা যথেষ্ট নয়। সেই কারণে দুয়ারে সরকারের শিবিরের সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। বলা হয়েছে, ৩১ ডিসেম্বরের মধ্যে যাবতীয় আবেদনপত্র জমা দিতে হবে এবং গ্রামীণ এলাকায় যা যা কাজ করার, সেগুলি সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, রাজ্যের পঞ্চায়েত স্তরে মানুষের কাছে আরও নিবিড়ভাবে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য তৎপর রাজ্য সরকার। এই সময়সীমা বাড়ানো সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

প্রসঙ্গত, কিছুদিন আগেই রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ঘোষণা করেছিলেন দুয়ারে সরকারের শিবির ৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর কথা। এবার সেই সময়সীমা আরও একদফা বাড়ানো হল। এবার গোটা ডিসেম্বর মাস জুড়েই পাওয়া যাবে দুয়ারে সরকার শিবিরের সুবিধা।

মূলত রাজ্য সরকারের বিভিন্ন পরিষেবা সাধারণ মানুষের আরও হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্যই এই দুয়ারে সরকার প্রকল্প চালু করা হয়েছিল। স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শিক্ষাশ্রী, তফশিলি জাতি, আদিবাসী ও ওবিসিদের শংসাপত্র, জয় জোহার, তফশিলি বন্ধু পেনশন প্রকল্প, মানবিক প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকারের ক্যাম্প খোলা হয় বিভিন্ন জায়গায়।

ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
ইজরায়েল যেন রাফায় অভিযান চালিয়ে বিপর্যয় না ডেকে আনে!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
বাংলার সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্তের রচনাকে নিয়ে এ কী মন্তব্য!
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
কেন এ রাজ্যে ঘাঁটি গাড়ে জঙ্গিরা?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
দুনিয়ার সবচেয়ে দামী নির্বাচন, কত খরচ ভোটের বিরিয়ানিতে?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
প্রখর রোদে প্রসেনজিতের ব্যাপারে কী বললেন ঋতুপর্ণা?
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
মহা ফ্যাসাদে ইমন চক্রবর্তী, পাপ যে বেড়েই চলেছে তাঁর!
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
বাবা নাকি মা কার মতো দেখতে বিরাট-অনুষ্কার ছেলেকে? প্রত্যক্ষদর্শী জানাচ
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
ইজরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
১৯৫২ থেকে ২০২৪, গণতন্ত্রের নানা চড়াই-উতরাই, নির্বাচনের নানা অজানা গল্প
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে
পরমাণু কর্মসূচি বন্ধ করার বিবৃতি এনেছিল চিন, আর নিজেরাই তা অমান্য করছে