Minakshi Mukherjee: ববিকে নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় TMC, পাল্টা লালবাজার গেলেন বাম নেত্রী

Oct 26, 2024 | 6:16 PM

Minakshi Mukherjee: যদিও, বাম নেত্রীর পরিষ্কার বক্তব্য ভুয়ো প্রোফাইল ব্যবহার করে তাঁর নাম করে কেউ বা কারা পোস্ট করেছেন। এরপরই ভুয়ো ওই প্রোফাইল নিয়ে লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন মীনাক্ষী।

Minakshi Mukherjee: ববিকে নিয়ে বিতর্কিত পোস্টের অভিযোগ, মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় TMC, পাল্টা লালবাজার গেলেন বাম নেত্রী
মীনাক্ষী মুখোপাধ্যায়, বাম নেত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

প্রদীপ্তকান্তি ঘোষ ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট

কলকাতা: ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে সামাজিক মাধ্যমে পোস্ট। আর সেই পোস্ট ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তা নিয়েই তৈরি হয়েছে জলঘোলা। মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূল কংগ্রেসর কর্মীরা। সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ ফিরহাদের। ক্ষমা চাইতে হবে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের। যদিও, বাম নেত্রীর পরিষ্কার বক্তব্য ভুয়ো প্রোফাইল ব্যবহার করে তাঁর নাম করে কেউ বা কারা পোস্ট করেছেন। এরপরই ভুয়ো ওই প্রোফাইল নিয়ে লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছেন মীনাক্ষী।

আজ মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে ফেসবুকে সরব হন কুণাল ঘোষ। কার্যত তুলোধনা করেন বামনেত্রীকে। লেখেন যে, তৃণমূল নেতা ফিরহাদ হাকিম সিপিএমের রাজনৈতিক শত্রু হতে পারেন। তবে তাঁর ছবি বিকৃত করা উচিত হয়নি। মীনাক্ষীর উচিত অবিলম্বে ক্ষমা চাওয়া। এরপর তারই প্রতিবাদে চেতলা থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কর্মীরা। প্রতিক্রিয়া দেন ফিরহাদ হাকিমও।

তবে পাল্টা পোস্ট করেন মীনাক্ষী। জানান তাঁর একটি ফেসবুক অ্যাকাউন্ট, একটিই ফেসবুক পেজ,একটি এক্স হ্যান্ডেল (টুইটার) । এ ছাড়া আর কিছু নেই। এখানেই না থেমে মীনাক্ষী আরও লিখছেন, ‘এই সমস্ত অ্যাকাউন্ট যারা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোনও ভূমিকা নেই। বা কোনও ধরনের পোস্ট সম্পর্কে আমি অবগত নই।’ এরপরই এ দিন বিকেলে লালবাজার সাইবার ক্রাইমের দ্বারস্থ হন তিনি। সেখানে ভুয়ো অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ দায়ের করেন।

Next Article