East-West Metro: তিনদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, চলবে রক্ষণাবেক্ষণের কাজ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 12, 2022 | 3:37 PM

East-West Metro: শিয়ালদহ মেট্রো চালু হতে আর বেশি দেরি। সব ঠিক থাকলে মার্চ মাসেই চালু হবে মেট্রো।

East-West Metro: তিনদিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, চলবে রক্ষণাবেক্ষণের কাজ
কলকাতা মেট্রো পরিষেবা (ফাইল ছবি)

Follow Us

কলকাতা : বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো। তিনদিন পরিষেবা বন্ধ থাকবে বলে মেট্রো রেলের তরফে জানানো হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার ১৭ মার্চ অবধি বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা। যাত্রীদের অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত আপাতত চলছে ইস্ট ওয়েস্ট মেট্রো। দ্রুত শিয়ালদহ স্টেশনেও পরিষেবা শুরু করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই কারণেই রক্ষণাবেক্ষণের কাজ হবে। সেই কাজের জন্য ১৫, ১৬ ও ১৭ তারিখে বন্ধ রাখা হবে পরিষেবা।

এই তিন দিন ভোগান্তিতে পড়তে পারেন যাত্রীরা তবে। পরিষেবা আরও বাড়ানোর জন্য দ্রুত এই রক্ষণাবেক্ষণের কাজ জরুরি বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষা। মেট্রো রেল সূত্রের শিয়ালদহে পরিষেবা চালু করার জন্য আগামী ১৫ তারিখ পরিদর্শনে আসছেন কমিশনার অফ রেলওয়ায়ে সেফটি। লাইনের পরীক্ষা- নিরিক্ষা ও পরিদর্শনের কাজ হবে ওই সময়। সেই কারণেই এই মেট্রো পরিষেবা স্থগিত রাখা হচ্ছে। ছাড়পত্র দিলে তবেই চালু হবে নতুন পরিষেবা।

রেল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, ১৫ থেকে ১৭, এই তিন দিন ধরে চলবে পরিদর্শনের কাজ। যাত্রী সুরক্ষার বিভিন্ন দিক খতিয়ে দেখা হবে এই তিন দিন ধরে। অগ্নি নির্বাপণ ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে নজর দেওয়া হবে। মেট্রো রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ স্টেশনের প্রস্তুতি প্রায় শেষ, এবার শুধু ছাড়পত্র পাওয়ার পালা।

সব ঠিক থাকলে আগামী মার্চ মাস থেকেই শুরু হতে চলেছে শিয়ালদহ মেট্রো। রাজ্য়ের কাছে ইতিমধ্যেই এই সংক্রান্ত রিপোর্ট জমা দিয়েছে কলকাতা মেট্রো। পর্যালোচনা বৈঠকও সেরে ফেলেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। শিয়ালদহ থেকে সল্টলেক পর্যন্ত যাতায়াত আরও সহজ হয়ে যাবে কলকাতাবাসীর জন্য।

আরও পড়ুন : TV9 Impact: TV9 বাংলার চেষ্টায় হাসপাতালে ভর্তি হল মুসকান, মিলল মাধ্যমিক পরীক্ষার সুযোগও

Next Article