
কলকাতা: গরমের ছুটি। বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু, ট্রেনের টিকিট পেতে ঝক্কি। গ্রীষ্মকালে যাত্রীদের টিকিটের চাহিদার কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। যাত্রীদের সুবিধার জন্য একগুচ্ছ সামার স্পেশাল ট্রেন চালু করা হল। শিয়ালদহ, হাওড়া, কলকাতা, আসানসোল এবং মালদহ টাউন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৯ জোড়া সামার স্পেশাল ট্রেন ছাড়বে।
পূর্ব রেল জানিয়েছে, গ্রীষ্মকালে ওয়েটিং লিস্টে বহু যাত্রীর নাম থাকে। তাদের সুবিধার জন্যই সামার স্পেশাল ট্রেন। সামার স্পেশাল ট্রেনগুলির জেনারেল কামরায় ৪৬ হাজার ৮৫২ আসন থাকবে। আবার স্লিপার কামরা, এসি-২ এবং এসি-৩ কামরায় মোট ২ লক্ষ ৭ হাজার ৬০০ আসন থাকছে এই ট্রেনগুলিতে।
সামার স্পেশাল ট্রেনের তালিকা-
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সবসময় নজর দেয় তারা। সেজন্যই গরমে টিকিটের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য সামার স্পেশাল ট্রেন ব্যবহারের আবেদন জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।