Eastern Railway: গ্রীষ্মে ‘গরম গরম’ উপহার রেলের, হাওড়া-শিয়ালদহ রুটে বাড়ল আরও ট্রেনের সংখ্যা

Eastern Railway: পূর্ব রেল জানিয়েছে, গ্রীষ্মকালে ওয়েটিং লিস্টে বহু যাত্রীর নাম থাকে। তাদের সুবিধার জন্যই সামার স্পেশাল ট্রেন। সামার স্পেশাল ট্রেনগুলির জেনারেল কামরায় ৪৬ হাজার ৮৫২ আসন থাকবে। আবার স্লিপার কামরা, এসি-২ এবং এসি-৩ কামরায় মোট ২ লক্ষ ৭ হাজার ৬০০ আসন থাকছে এই ট্রেনগুলিতে।

Eastern Railway: গ্রীষ্মে গরম গরম উপহার রেলের, হাওড়া-শিয়ালদহ রুটে বাড়ল আরও ট্রেনের সংখ্যা
ফাইল ফোটো

| Edited By: সঞ্জয় পাইকার

Apr 30, 2025 | 2:32 PM

কলকাতা: গরমের ছুটি। বেড়াতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু, ট্রেনের টিকিট পেতে ঝক্কি। গ্রীষ্মকালে যাত্রীদের টিকিটের চাহিদার কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। যাত্রীদের সুবিধার জন্য একগুচ্ছ সামার স্পেশাল ট্রেন চালু করা হল। শিয়ালদহ, হাওড়া, কলকাতা, আসানসোল এবং মালদহ টাউন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ১৯ জোড়া সামার স্পেশাল ট্রেন ছাড়বে।

পূর্ব রেল জানিয়েছে, গ্রীষ্মকালে ওয়েটিং লিস্টে বহু যাত্রীর নাম থাকে। তাদের সুবিধার জন্যই সামার স্পেশাল ট্রেন। সামার স্পেশাল ট্রেনগুলির জেনারেল কামরায় ৪৬ হাজার ৮৫২ আসন থাকবে। আবার স্লিপার কামরা, এসি-২ এবং এসি-৩ কামরায় মোট ২ লক্ষ ৭ হাজার ৬০০ আসন থাকছে এই ট্রেনগুলিতে।

সামার স্পেশাল ট্রেনের তালিকা-

  • 01145/01146 আসানসোল থেকে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজ ট্রামিনাস
  • 03043/44 হাওড়া থেকে বিহারের রক্সৌল
  • 03045/03046 হাওড়া থেকে বিহারের রক্সৌল
  • 03011/03012 হাওড়া থেকে নয়াদিল্লির আনন্দ বিহার
  • 03135/03136 কলকাতা থেকে বিহারের পটনা
  • 03131/03132 শিয়ালদহ থেকে উত্তর প্রদেশের গোরখপুর
  • 03007/03008 হাওড়া থেকে রাজস্থানের খাতিপুরা
  • 03027/03028 হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি
  • 03105/03106 শিয়ালদহ থেকে অসমের জাগিরোড
  • 03101/03102 কলকাতা থেকে ওড়িশার পুরী
  • 03435/03436 মালদহ টাউন থেকে নয়াদিল্লির আনন্দ বিহার
  • 03413/03414 মালদহ টাউন থেকে দিল্লি
  • 03417/03418 মালদহ টাউন থেকে গুজরাটের উধনা
  • 04153/04154 কলকাতা থেকে উত্তর প্রদেশের কানপুর সেন্ট্রাল
  • 02024/02023 হাওড়া থেকে বিহারের পটনা
  • 05932/055931 কলকাতা থেকে অসমের ডিব্রুগড়
  • 05639/05640 কলকাতা থেকে অসমের শিলচর
  • 06565/06566 মালদহ টাউন থেকে কর্নাটকের এসএমভিবি বেঙ্গালুরু
  • 03465/03466 মালদহ টাউন থেকে দিঘা

পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের স্বাচ্ছন্দ্যের দিকে সবসময় নজর দেয় তারা। সেজন্যই গরমে টিকিটের বাড়তি চাহিদার কথা মাথায় রেখে সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে। যাত্রীদের নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য সামার স্পেশাল ট্রেন ব্যবহারের আবেদন জানানো হয়েছে পূর্ব রেলের তরফে।