
কলকাতা: এসআইআর-র কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার রাজ্যে এসেছে জাতীয় নির্বাচন কমিশনের বিশেষ টিম। আর প্রথমদিনই কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকে অসন্তোষ প্রকাশ করলেন কমিশনের প্রতিনিধিরা। এনুমারেশন ফর্ম বিলি নিয়ে কলকাতার পারফরম্যান্সে খুশি নন তাঁরা। ফর্ম এখনও অনেক জায়গায় বিলি হয়নি কেন, তা নিয়ে কমিশনের প্রশ্নের মুখে পড়লেন দক্ষিণ কলকাতার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। আগামী ১০ দিনের মধ্যে কাজ শেষ করতে নির্দেশ দিলেন কমিশনের প্রতিনিধিরা।
এসআইআর-র জন্য গত ৪ নভেম্বর থেকে এনুমারেশন ফর্ম বিলি শুরু হয়েছে রাজ্যে। এসআইআর-র কাজ খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে কমিশনের ৪ সদস্যের বিশেষ টিম এদিন কলকাতায় এসেছে। আর প্রথম দিনই কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণের এসআইআর-র কাজ খতিয়ে দেখতে বৈঠক করেন কমিশনের প্রতিনিধিরা। সেখানে রাজ্যের মুখ্য় নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও ছিলেন। সেই বৈঠকেই কলকাতায় এখনও এনুমারেশন ফর্ম সম্পূর্ণ বিলি না হওয়ার প্রসঙ্গ ওঠে। তাতেই অসন্তোষ প্রকাশ করেন কমিশনের প্রতিনিধিরা। ১০ দিনের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন। ডিজিটাইজ প্রক্রিয়ায়ও বেশ কিছুটা পিছিয়ে কলকাতা। সেই প্রক্রিয়া বিএলও-রা যাতে দ্রুত শেষ করতে পারেন, তা দেখার নির্দেশ দেওয়া হল। এদিন দক্ষিণ ২৪ পরগনার এসআইআর প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত DEO ও অন্য আধিকারিকদের সঙ্গেও বৈঠক করে কমিশনের বিশেষ টিম। বুধবার তারা নদিয়া ও মুর্শিদাবাদে বৈঠক করবে। বৃহস্পতিবার মালদহে যাবেন কমিশনের প্রতিনিধিরা। শুক্রবার কলকাতায় একটি কর্মশালায় অংশ নেবেন।
এদিকে, বিজেপি অভিযোগ করছে, বহু এলাকায় BLO-রা তৃণমূল নিয়ন্ত্রিত কমিউনিটি হলে বেআইনিভাবে SIR ক্যাম্প চালাচ্ছেন। যেখানে ভোটারদের বলা হচ্ছে আধার কার্ড ও ভোটার কার্ড নিয়ে সেখানে যেতে। কিন্তু নির্বাচন কমিশন জানিয়েছে, বাড়ি বাড়ি যেতে হবে বিএলও-দের। রাজনৈতিক ক্যাম্পে ফর্ম খতিয়ে দেখা হবে না। বিজেপির অভিযোগ, BLO-দের উপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে। ভোটার লিস্টে কারচুপির আশঙ্কা করছে তারা। এই নিয়ে হস্তক্ষেপ চেয়ে কমিশনকে চিঠি দিয়েছে তারা।