Enforcement Directorate: পকেট ফাঁকা ৬ হাজারের বেশি মানুষের, ব্রোকারেজ ফার্ম খুলে ২৬৬ কোটির অভিযোগে ইডি-র হাতে গ্রেফতার ২
Enforcement Directorate: রাজ্যের একাধিক জেলায় এজেন্ট রেখে টাকা তোলা হয়েছে বলে দাবি ইডির। ধৃত আনারুলের বোলপুরের বাড়িতেও অভিযান চালায় ইডি। অভিযান চলে আরামবাগের দিলীপ মাইতির বাড়িতেও।

কলকাতা: অর্থলগ্নি সংস্থা খুলে অধিক মুনাফার প্রতিশ্রুতি দিয়ে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগ। ইডি-র জালে দুই ব্যক্তি। মহম্মদ আনারুল ইসলাম ও দিলীপ মাইতি নামে দু’জনকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। সূত্রের খবর, অভিযুক্ত এই দুই ব্যক্তি M/S LFS BROKING PVT LTD নামে একটি সংস্থা খুলেছিল। ওই সংস্থাকে সামনে রেখেই চলে প্রতারণা। পকেট ফাঁকা হয়েছে হাজার হাজার মানুষের।
ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত খোলা বাজার থেকে এই সংস্থা ২৬৬ কোটি টাকা তুলেছে। প্রাথমিকভাবে তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ৬ হাজার ২১৯ জন আমানতকারীর থেকে টাকা তোলার অভিযোগ উঠেছে আনারুল ইসলাম ও দিলীপ মাইতির সংস্থার বিরুদ্ধে।
রাজ্যের একাধিক জেলায় এজেন্ট রেখে টাকা তোলা হয়েছে বলে দাবি ইডির। ধৃত আনারুলের বোলপুরের বাড়িতেও অভিযান চালায় ইডি। অভিযান চলে আরামবাগের দিলীপ মাইতির বাড়িতেও। ইতিমধ্যেই যা তথ্যপ্রমাণ তদন্তকারীদের হাতে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে। চক্রের সঙ্গে আর কোন কোন ব্যক্তি যুক্ত, গোটা ‘অপারেশন’ কারা চালিয়েছে, কোন কোন এলাকার মানুষের থেকে টাকা তোলা হয়েছে সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের এদিন রাতেই ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয় বলে জানতে পারা যাচ্ছে।





