ED: একা বনি নন, নিয়োগ দুর্নীতিতে ED-ব়্যাডারে আরও ৬ অভিনেতা-অভিনেত্রী
ED: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ছ'জনের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বিপুল পরিমাণে।

কলকাতা: বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে তলব করা হয় অভিনেতা বনি সেনগুপ্তকে (Bony Sengupta)। ছেলেকে ইডি তলব করতেই বনির মা জানান,” টলিউডের আরও অনেক অভিনেতা অভিনেত্রীর নাম আসবে”। সেই আশঙ্কাই কি ভবিষ্যতে মিলবে? সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ ঘনিষ্ঠ আরও ৬ অভিনেতা-অভিনেত্রীকে খুব শীঘ্রই তলব করতে চলেছে ইডি। তবে তাঁরা কারা তা সময়ই বলবে।
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ছ’জনের মধ্যে তিনজন অভিনেত্রীর অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বিপুল পরিমাণে। কুন্তলের ৭৫টি অ্যাকাউন্টের লেনদেন খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, খুব শীঘ্রই এই ছ’জন অভিনেতা-অভিনেত্রীকে তলব করতে চলেছে ইডি।
উল্লেখ্য, আজ সকালে সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে পৌঁছন অভিনেতা বনি। অভিযোগ,কুন্তলের সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের হদিশ মিলেছে। এ দিন, অভিনেতাকে তাঁর আয় ব্যয় সংক্রান্ত নথি নিয়ে হাজিরা দিতে বলা হয়েছিল। টলিউডে নিয়োগ দুর্নীতির টাকা বিনিয়োগ করা হয়েছে, তদন্তকারীদের হাতে এমন তথ্য আগেও এসেছে। তবে সরাসরি টলিপাড়ার কোনও অভিনেতাকে তলব করা হচ্ছে এই প্রথম।
এ দিন, বনির তলবের পর তাঁর মা পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, অভিনয়ের জন্যই কুন্তল ঘোষের কাছ থেকে সিনেমা প্রযোজনা করার কথা বলাতেই নাকি কুন্তলের কাছ থেকে অগ্রিম টাকা নিয়েছিলেন বনি। টাকা নিয়েছিলেন বনি। পাশাপাশি তিনি এও জানান, “কুন্তলের সঙ্গে অনেক বড় বড় শিল্পীদের পরিচয় ছিল, আস্তে আস্তে হয়ত সবই জানা যাবে।” অভিনেতার মা জানিয়েছেন, প্রযোজনার শখ অনেকদিন ধরেই ছিল কুন্তলের। মিউজিক ভিডিয়োও বানিয়েছিলেন তিনি।
পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, টলিউডে শুধু বনির সঙ্গে কুন্তলের যোগাযোগ হয়েছিল এমনটা নয়। কুন্তল প্রযোজিত মিউজিক ভিডিয়োতে অন্যান্য অভিনেতা-অভিনেত্রীদের কাজ করতে দেখা গিয়েছিল বলে দাবি করেছেন তিনি। পিয়া দেবী বলেন, ‘সেই ভিডিয়োর ক্যাসেট রিলিজে অনেক অভিনেতা, অভিনেত্রীকে উপস্থিত থাকতে দেখেছি। টলিপাড়ার অনেকের সঙ্গেই ঘোরাফেরা ছিল। অনেক বড় বড় শিল্পীদের সঙ্গেও পরিচয় আছে, আস্তে আস্তে হয়ত সবই জানা যাবে।’





