AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPAC কাণ্ডের পর কলকাতায় আসছেন ED ডিরেক্টর, আসছেন ৩ আইনি পরামর্শদাতাও

একদিনের সফরে কলকাতায় আসছেন তিনি। কিন্তু আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, যে সময়ে তিনি রাজ্যে আসছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিরেক্টর হওয়ার পর এই প্রথম তাঁর কলকাতায আসা। উল্লেখ্য, IPAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে সেদিন যে সমস্ত আধিকারিক, অফিসাররা তল্লাশিতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর।

IPAC কাণ্ডের পর কলকাতায় আসছেন ED ডিরেক্টর, আসছেন ৩ আইনি পরামর্শদাতাও
ইডি ডিরেক্টর রাহুল নবীনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 21, 2026 | 3:22 PM
Share

কলকাতা: IPAC কাণ্ডের পর এবার কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুন নবীন। ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে IPAC মামলার শুনানি। তার আগে বৃহস্পতিবারই শহরে আসছেন ইডি ডিরেক্টর। সূত্রের খবর, রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন তিনি। ইডি ডিরেক্টরের সঙ্গে রাজ্যে আসছেন আরও তিন আইনি পরামর্শদাতা। সূত্র মারফত জানা যাচ্ছে, ইডি আধিকারিকদের সঙ্গে কথা বলবেন রাহুল নবীন। বৈঠক হতে পারে সিবিআই-এর সঙ্গেও।

একদিনের সফরে কলকাতায় আসছেন তিনি। কিন্তু আইনি বিশেষজ্ঞদের একাংশের মতে, যে সময়ে তিনি রাজ্যে আসছেন, সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ডিরেক্টর হওয়ার পর এই প্রথম তাঁর কলকাতায আসা। উল্লেখ্য, IPAC কর্তা প্রতীক জৈনের বাড়িতে ও অফিসে সেদিন যে সমস্ত আধিকারিক, অফিসাররা তল্লাশিতে গিয়েছিলেন, তাঁদের সঙ্গেও বৈঠক করবেন বলে সূত্রের খবর।

এই বৈঠকের পোশাকি নাম দেওয়া হয়েছে ‘রিভিউ মিটিং’। ফলে এক্ষেত্রে আরও একাধিক যে মামলা রয়েছে, তারও স্ট্যাটাস জানার চেষ্টা করবেন ডিরেক্টর। আইপ্যাকের অফিস ও প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানোর সময় পুলিশ নিয়ে পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা থেকেই মামলারসূত্রপাত। গত শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে, “দেশের সব সংস্থা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে, তার জন্য দেখতে হবে যাতে কোনও নির্দিষ্ট রাজ্য়ের আইনরক্ষকদের সুরক্ষা না পেয়ে যায় অপরাধীরা।”