ED Raid: পুজো মিটতেই আবার সক্রিয় ED, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের বাড়িতে হানা
ED Raid in Jyotipriya Mallick's Personal Assistant House: পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। সেই রেশন দুর্নীতির উৎস খুঁজে পেতেই এবার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর।
কলকাতা: আবারও তেড়েফুঁড়ে ময়দানে ইডি। পুজোর পর ফের ময়দানে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়কের বাড়িতে হানা ইডি-র। পুজোর আগে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যের বিভিন্ন পুরসভা ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও কামারহাটির বিধায়ক মদন মিত্রর বাড়ি হানা দেন গোয়েন্দারা। এরপর পুজো মিটতেই ময়দানে ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে, রেশন দুর্নীতির তদন্তে মোট আটটি জায়গায় এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা।
পুরনিয়োগ মামলায় তদন্তের রেশ ধরে সম্প্রতি রেশন দুর্নীতির হদিশ পান ইডি আধিকারিকরা। গ্রেফতারও হয়েছেন নদিয়ার এক চালকলের মালিক বাকিবুর রহমান। সেই রেশন দুর্নীতির উৎস খুঁজে পেতেই এবার বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার সকাল তল্লাশি অভিযান করছেন বলে খবর। এ দিন, প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত-সহায়ক অমিত দে-র বাড়িতে সকালবেলাই হাজির গোয়েন্দারা। তাঁর নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেই হানা দিয়েছে তারা। চার থেকে পাঁচজন আধিকারিকের পাশাপাশি রয়েছেন সিআফপিএফ জওয়ানও। যদিও, ফ্ল্যাটে নেই অমিত। যে আবাসনে অমিতবাবু বর্তমানে থাকেন সেখানে দু’টি ফ্ল্যাট আছে। কিন্তু দুটি ফ্ল্যাটেই তালা বন্ধ।
সূত্রের খবর, আজ প্রায় দশটির মতো গোয়েন্দা দল বেরিয়ে পড়েছে অভিযানে। বাকিবুরকে জিজ্ঞাসাবাদ করে রেশন দুর্নীতির বিভিন্ন কিছু তথ্য মিলেছে বলে দাবি গোয়েন্দাদের। সেই তথ্যের ভিত্তিতেই হানা ইডি-র। যেহেতু তৎকালীন সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক সেই কারণে বাকিবুর গ্রেফতার হতেই প্রাক্তন খাদ্যমন্ত্রী নাম জড়িয়ে পড়ছে রেশন দুর্নীতিতে।