I-PAC News: I-Pac কর্তা প্রতীক জৈনের বাড়িতে ED হানা,তড়িঘড়ি ছুটলেন মমতা

আজ সকালে প্রথমে সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাকে তল্লাশি চালাচ্ছিল। এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোটকুশলী সংস্থা আইপ্য়াকের কর্নধার প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক থাকেন ৭ লাউডন স্ট্রিটের আবাসনে। সূত্রের খবর, দিল্লিতে আর্থিক প্রতারণা মামলায় আই-প্যাকের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতেই তল্লাশি অভিযানে নামে ইডি। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদ চলছে।

I-PAC News: I-Pac কর্তা প্রতীক জৈনের বাড়িতে ED হানা,তড়িঘড়ি ছুটলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Tv9 Bangla

Jan 08, 2026 | 12:20 PM

কলকাতা: আইপ্যাকের অফিসে ইডি হানা। সল্টলেক সেক্টর ফাইফে সকাল থেকেই চলছিল তল্লাশি। এর পাশাপাশি ভোর ৫টায় তৃণমূলের ভোট কুশলী আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ও অন্যতম ডিরেক্টর প্রতীক জৈন-এর বাড়িতে তল্লাশিতে আসেন ইডি আধিকারিকরা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুদূর অতীতে এমন ছবি কখন দেখা গিয়েছে তা মনে পড়ে না। এর আগে রাজীব কুমারের সময় মুখ্যমন্ত্রী ধরনায় বসতে দেখা গিয়েছিল। তবে এবার ভোট কুশলী আইপ্যাকের অন্যতম কর্নধার প্রতীকের বাড়িতে তল্লাশি চালাতেই পৌঁছলেন মমতা।

আজ সকালে প্রথমে সল্টলেক সেক্টর ফাইভের আইপ্যাকে তল্লাশি চালাচ্ছিল। এর মধ্যেই কেন্দ্রীয় সংস্থার আরও একটি দল পৌঁছে যায় বেসরকারি ভোটকুশলী সংস্থা আইপ্য়াকের কর্নধার প্রতীক জৈনের বাড়িতে। প্রতীক থাকেন ৭ লাউডন স্ট্রিটের আবাসনে। সূত্রের খবর, দিল্লিতে আর্থিক প্রতারণা মামলায় আই-প্যাকের যোগসূত্র আছে কি না তা খতিয়ে দেখতেই তল্লাশি অভিযানে নামে ইডি। ৫ ঘণ্টা পেরিয়ে গেলেও জিজ্ঞাসাবাদ চলছে।

প্রতীক জৈনের বাড়িতে যখন তল্লাশি চালায়, তখন শেক্সপিয়ার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে আবাসনের নীচে কথা কাটাকাটি হয় কেন্দ্রীয় বাহিনীর। পুলিশকে আবাসনের প্রধান গেটের বাইরে যেতে অনুরোধ করে কেন্দ্রীয় বাহিনী। তদন্ত চলাকালীন থার্ড ফ্লোর থেকে নীচে নেমে পুলিশের সঙ্গে কথা বলে ইডি আধিকারিকরা। এরপর ডিসি সাউথ প্রিয়ব্রত রায় এরপর আসেন। সটান চলে যান আবাসনের উপরে।