Bonny Sengupta: ‘সব নথি জমা দিয়েছি’, আড়াই ঘণ্টা ED-র জেরার শেষে বেরিয়ে জানালেন বনি

Bonny Sengupta: নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের টাকায় বনি কিনেছিলেন ল্যান্ডরোভার গাড়ি। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ও টাকা লেনদেনের নথি আনতে বলা হয়েছিল তাঁকে। সেই সকল নথি নিয়ে এ দিন হাজিরা দেন বনি।

Bonny Sengupta: 'সব নথি জমা দিয়েছি', আড়াই ঘণ্টা ED-র জেরার শেষে বেরিয়ে জানালেন বনি
সিজিও কমপ্লেক্সে বনি (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 2:38 PM

কলকাতা: এই নিয়ে দ্বিতীয়বার ইডি (ED) দফতরে হাজিরা দিলেন টলিউড অভিনেতা বনি সেনগুপ্ত (Boni Sengupta) । তাঁকে পুনরায় তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সেই মতো মঙ্গলবার দুপুর ১২টা নাগাদ সিজিও কমপ্লেক্সে (CGO) হাজিরা দেন অভিনেতা (Bengali Actor)। গতবারের জিজ্ঞাসাবাদের সময় ইডি আধিকারিকরা জানতে পেরেছিলেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের টাকায় বনি কিনেছিলেন ল্যান্ডরোভার গাড়ি। সেই সংক্রান্ত যাবতীয় তথ্য ও টাকা লেনদেনের নথি আনতে বলা হয়েছিল তাঁকে। সেই সকল নথি নিয়ে এ দিন হাজিরা দেন বনি।

  1. বনি সেনগুপ্তর দাবি, তাঁর কাছ থেকে কিছু নথি পত্র চাওয়া হয়েছিল। তিনি সেই সকল নথি এনে ইডি আধিকারিকদের পেশ করেছেন। তাঁকে ফের ডাকা হয়েছে কি না সেই উত্তর দিতে গিয়ে অভিনেতা বলেন যে সেটা ইডি জানাবেন। তবে টাকা ফেরত দেবেন কি না সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর তিনি এড়িয়ে যান।
  2. দীর্ঘ আড়াই ঘণ্টার জেরার পর সিজিও কম্পপ্লেক্স থেকে বের হন অভিনেতা বনি সেনগুপ্ত।
  3. আজকে সিজিও কমপ্লেক্সে পৌঁছনোর পর সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি নিশ্চুপ ছিলেন।
  4. তবে ইডির দাবি, তাঁদের হাতে সামগ্রিক যা তথ্য রয়েছে তাঁর সঙ্গে বনি সেনগুপ্তর বয়ানের ফারাক রয়েছে।
  5. এর আগে বনি জানিয়েছিলেন দু’টো সিনেমার অগ্রিম যে টাকা পেয়েছিলেন সেই টাকা থেকেই গাড়ি কিনেছেন। পরে আবার গাড়ি বিক্রিও করে দেন তিনি।
  6. গোয়েন্দার মনে করছেন, অভিনেতা কিছু তথ্য গোপন করছেন।
  7. ইডি সূত্রে খবর, প্রথমবারের জিজ্ঞাসাবাদের সময় কুন্তল ঘোষের সঙ্গে বনি তাঁর টাকার লেনদেন নিয়ে যে তথ্য দিয়েছিলেন তাতে সন্তুষ্ট হননি ইডি আধিকারিকরা।