Baguiati: রাতে ঘুমের ব্যাঘাত হওয়ায় ‘মারধর’, বৃদ্ধার মৃত্যুতে গ্রেফতার আয়া
Baguiati: বছর সত্তরের ওই মহিলা বাগুইআটির ফ্ল্যাটে একাই থাকতেন। ১১ সেপ্টেম্বর সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সাত বছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন।
কলকাতা: বারবার বাথরুমে যাওয়ার জন্য ডেকেছিলেন। ঘুমের ব্যাঘাত হয়েছিল নাইট ডিউটিতে থাকা আয়ার। শুরু হয় বেধড়ক মারধর। পরের দিন সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। প্রথমে এই ঘটনাকে স্বাভাবিক মৃত্যু হিসাবেই ধরে নিয়েছিলেন বৃদ্ধার পরিজনরা। বৃদ্ধার শেষকৃত্যও সম্পন্ন করেন। পরে যখন ঘরের সিসিটিভি ফুটেজ তাঁরা দেখেন, রীতিমতো স্তম্ভিত হয়ে যান। বেরিয়ে আসে আয়ার কর্মকাণ্ড। ঘটনাটি ঘটেছে বাগুইআটির একটি আবাসনে। পুলিশ জানিয়েছে, মৃত বৃ্দ্ধার নাম কলা মিশ্র।
বছর সত্তরের ওই মহিলা বাগুইআটির ফ্ল্যাটে একাই থাকতেন। ১১ সেপ্টেম্বর সকালে ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বৃদ্ধার দেহ। পরিবারের সদস্যরা জানান, দীর্ঘ সাত বছর ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। বিছানা থেকে উঠতে পারতেন না। ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। তাঁকে দেখাশোনা করার জন্য দু’জন আয়া রাখা ছিল।
১১ তারিখ সকালে ওই মহিলার মৃত্যু হয়। খবর পেয়ে ফ্ল্যাটে আসেন আত্মীয় পরিজনরা। তাঁর শেষকৃত্য সম্পন্ন করেন। এরপরই পরিবারের লোকজন ১৯ তারিখ ওই বৃদ্ধার ঘরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেন।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই মহিলাকে দেখাশোনা করার জন্য নিযুক্ত আয়া ১০ তারিখ প্রায় সারা রাত ধরে অত্যাচার করে বয়স্কা মহিলার ওপর। এরপরই পরিবারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয় বাগুইহাটি থানায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ সোফিয়া খাতুন নামে ওই আয়াকে গ্রেফতার করেছে। ডিসি জানিয়েছেন, জেরায় ধৃত স্বীকার করেছে, তাঁর ঘুমের ব্যাঘাত হওয়ার জন্যই মহিলাকে মারধর করেছিলেন। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত পরিবারের বাকি সদস্যরা।