Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মমতার চোটের জের, ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের

গতকালের ঘটনার (Mamata Banerjee Injury) পর এ দিন সকালেই কয়েক দফায় বৈঠক করে নির্বাচন কমিশন (Election Commission)। যে জেলাগুলিতে প্রথম দফার নির্বাচন সেখানকার সব জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করা হয়।

মমতার চোটের জের, ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ কমিশনের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 2:06 AM

কলকাতা: নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপর হামলার পর রাজ্যের ভিভিআইপিদের (VVIP) নিরাপত্তা (Security) নিয়ে নড়েচড়ে বসছে নির্বাচন কমিশন (Election Commission)। সূত্রের খবর, বুধবারের দুর্ঘটনার পর থেকে রাজ্যের ভিভিআইপি ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আরও সতর্কতা অবলম্বন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি, পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে আগামিকালই মেদিনীপুরে পাঠানো হচ্ছে কমিশনের দুই পর্যবেক্ষকে।

নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা পর থেকেই রাজ্যের প্রশাসনিক স্তরে একাধিক রদবদল ঘটিয়েছে কমিশন। প্রথমে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিমের বদলি করা হয়। সর্বশেষ বদল হিসেবে রাজ্যের ডিজি বীরেন্দ্রকে সরিয়ে দেয় কমিশন। এই পদক্ষেপের ঠিক ২৪ ঘণ্টার মাথায় আঘাত পান মমতা। যে কারণে স্বাভাবিকভাবেই রাজ্যের শাসকদল প্রশ্ন তুলতে শুরু করেছে কমিশনের আওতাধীন প্রশাসনের ভূমিকা নিয়ে।

সূত্রের খবর, গতকালের ঘটনার পর এ দিন সকালেই পর পর বৈঠক করে নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে প্রথম দফার নির্বাচন সেখানকার সব জেলাশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন কমিশনের কর্তারা। বৈঠকে পুলিশ আধিকারিকদের আরও সতর্ক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়। বিশেষ করে ভিভিআইপিদের নিরাপত্তার ক্ষেত্রে আরও উদ্যোগী হতে বলা হয়েছে। আজকের বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ও এডিজি আইনশৃঙ্খলা জগনমোহনও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: মমতাকে দেখতে হাসপাতালে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগানের মুখে বিজেপি নেতৃত্ব, উত্তেজনা এসএসকেএম-এ

কমিশন সূত্রে আরও খবর, ভোট শুরুর আগে রাজ্যে আরও কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে। কালকের ঘটনার কথা মাথায় রেখে আগামিকালই কমিশনের পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক হেলিকপ্টারে মেদিনীপুর যাবেন। সেখানে জেলা প্রশাসনের সঙ্গে তাঁরা বৈঠক করবেন।

আরও পড়ুন: ‘মমতা মিথ্যা বলছেন, নাটক করছেন’, বিস্ফোরক প্রত্যক্ষদর্শী, ঘটনার মুহূর্তের ভিডিয়ো ফাঁস