Suvendu on Mamata: ‘পদক্ষেপ করুক নির্বাচন কমিশন’, মমতার মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু

Suvendu Adhikari: এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তুলোধনা করেন বিজেপিরও। তাঁর সাফ দাবি, এসআইআরের নামে আসলে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তোপের পর তোপ দাগেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদেরও।

Suvendu on Mamata: ‘পদক্ষেপ করুক নির্বাচন কমিশন’, মমতার মন্তব্যে ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু
আর কী লিখলেন শুভেন্দু? Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Oct 09, 2025 | 11:43 PM

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের বিরুদ্ধে পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। আর্জি শুভেন্দু অধিকারীর। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও দাবিও করেছেন। সিইও অফিস আর তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে এ নিয়ে একটি বিস্তারিত পোস্টও করেছেন। তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চাপানউতোর শুরু হয়ে গিয়েছে পুরোদমে। কিন্তু, ঠিক কী কারণে এমন দাবি শুভেন্দুর? 

এদিনই এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুলোধনা করতে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তুলোধনা করেন বিজেপিরও। তাঁর সাফ দাবি, এসআইআরের নামে আসলে এনআরসি করার চক্রান্ত হচ্ছে। তোপের পর তোপ দাগেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে। তীব্র কটাক্ষ করেছেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদেরও। এদিকে SIR এর কাজ খতিয়ে দেখতে বাংলা পা পড়েছে নির্বাচন কমিশনের বিশেষ টিমের। নেতৃত্বে দেখা যায় ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীকে। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক ও অনান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। তারপরই থেকেই দ্রুত এসআইআর জল্পনা এক্কেবারে তুঙ্গে। কিন্তু এত দ্রুত কীভাবে এই কাজ করা সম্ভব সেই প্রশ্ন বারবার তুলছেন মমতা। এ নিয়েই গর্জে উঠেছেন মমতা। তাঁর অভিযোগ, বিএলও-দের ডেকে থ্রেট করা হয়েছে। 

কী বললেন মমতা? 

মমতার কথায়, “ফিল্ড সার্ভের নাম করে তিনটে অফিসে বসে চারজন অফিসার বিএলও-দের ডেকে থ্রেট করছেন, বলছেন তাঁদের ইচ্ছামতো কাগজ তৈরি করতে হবে।” এরপরই তীব্র কটাক্ষবাণ ছুঁড়ে দেন রাজ্যের নির্বাচনী আধিকারিকদের দিকেও। তীব্র সমালোচনার সুরে বলেন, “একটা কথা আছে না বাঁশের চেয়ে কঞ্চি বড়। এখানে যিনি রাজ্য থেকে গিয়েছেন, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। সেগুলি সময় হলে বলব। আশা করি তিনি বেড়ে খেলবেন না। তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন। এদিকে তিনি নিজেই দুর্নীতির অভিযোগে বিদ্ধ।” 

এবার এক্স হ্যান্ডেলে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের নজরে এনে শুভেন্দু লিখছেন, “গভীর উদ্বেগের সঙ্গে আমি ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের দৃষ্টি আকর্ষণ করছি। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) বিরুদ্ধে যে স্পষ্টতই হুমকি দিয়েছেন। সিইও-এর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন, দুর্নীতির অভিযোগ এনেছেন।” আর তাতেই ক্ষোভে ফুঁসছেন শুভেন্দু। এই পোস্টেই মমতা কী কী কথা বলেছেন তাও তুলে ধরেছেন বিরোধী দলনেতা। এদিকে আবার শুক্রবার সিইও মনোজ আগরওয়ালের সঙ্গে দেখা করার কথা রয়েছে শুভেন্দু অধিকারী, শিশির বাজোরিয়াদের। সেখানে তাঁদের কী কথা হয় সেটাও দেখার।