SIR in Bengal: শুনানির তথ্য আপডেট না হওয়ায় ERO, AERO-দের সতর্কবার্তা

Election Commission: শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ERO, AERO-দের সতর্ক করল নির্বাচন কমিশন। এই তথ্য যথাসময়ে আপলোড হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। গড়িমসি লক্ষ্য করতেই এই বার্তা নির্বাচন কমিশনের। আনম্যাপড, লজিক্যাল ডিক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে।

| Edited By: জয়দীপ দাস

Jan 24, 2026 | 9:37 PM

কলকাতা: এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এরইমধ্যে কমিশন মনে করছে ৭ তারিখের মধ্যে সমস্ত শুনানি শেষ করা সম্ভব নয়। যার জেরে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও তা আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। এরইমধ্যে আবার উঠে আসছে নতুন অভিযোগ। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ERO, AERO-দের সতর্ক করল নির্বাচন কমিশন। এই তথ্য যথাসময়ে আপলোড হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। গড়িমসি লক্ষ্য করতেই এই বার্তা নির্বাচন কমিশনের। আনম্যাপড, লজিক্যাল ডিক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কিছু বাকি থেকে থাকে তাহলে তা আগামী ২৬ জানুয়ারির মধ্যে শেষ করার ডেডলাইনও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। 

কলকাতা: এসআইআর নিয়ে রাজনৈতিক মহলে জোর চাপানউতোর। এরইমধ্যে কমিশন মনে করছে ৭ তারিখের মধ্যে সমস্ত শুনানি শেষ করা সম্ভব নয়। যার জেরে ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশের কথা থাকলেও তা আরও ১০ দিন পিছিয়ে যেতে পারে। এরইমধ্যে আবার উঠে আসছে নতুন অভিযোগ। শুনানির তথ্য নিয়মিত আপডেট হচ্ছে না কমিশনের পোর্টালে। ERO, AERO-দের সতর্ক করল নির্বাচন কমিশন। এই তথ্য যথাসময়ে আপলোড হওয়ার কথা, কিন্তু তা হচ্ছে না। গড়িমসি লক্ষ্য করতেই এই বার্তা নির্বাচন কমিশনের। আনম্যাপড, লজিক্যাল ডিক্রিপেন্সি সংক্রান্ত তথ্য দৈনিক ভিত্তিতে আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। যদি কিছু বাকি থেকে থাকে তাহলে তা আগামী ২৬ জানুয়ারির মধ্যে শেষ করার ডেডলাইনও বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন।