Maidan Metro: ময়দানে ভয়ঙ্কর দশা মেট্রোর! বিনা বৃষ্টিতেও ট্র্য়াকে ঢুকে গেল জল

Metro Station in Kolkata: খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর ইঞ্জিনয়ররা। সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন মেট্রোর আধিকারিকরা। কিন্তু বারবার একের পর এক স্টেশনে জল ঢুকে পড়া নিয়ে রীতিমতো বিব্রত মেট্রোর আধিকারিকরা। কারণ এই সমস্যা একদমই নতুন নয়।

Maidan Metro: ময়দানে ভয়ঙ্কর দশা মেট্রোর! বিনা বৃষ্টিতেও ট্র্য়াকে ঢুকে গেল জল
প্রতীকী ছবি Image Credit source: Social Media

| Edited By: জয়দীপ দাস

Nov 04, 2025 | 7:17 PM

কলকাতা: ফের বিপত্তি। বিনা বৃষ্টিতেও ফের মেট্রোর ট্র্যাকে ঢুকে পড়ল জল। পার্কস্ট্রিট, চাঁদনি চক, সেন্ট্রাল মেট্রো স্টেশনের পর এবার ময়দান। জল দাঁড়িয়ে গেল লাইনের উপরে। যে কারণে বেশ কিছুক্ষণ মেট্রো পরিষেবা বিঘ্নিত হল। বিক্ষিপ্তভাবে মিলল মেট্রো। কিন্তু কীভাবে ফের জল ঢুকল তা ভাবাচ্ছে মেট্রো কর্তৃপক্ষকে। 

কলকাতা মেট্রো সূত্রে খবর, ময়দান মেট্রো স্টেশনে লাইনের পাশ দিয়ে মেট্রোর নিজস্ব যে নিকাশি লাইন গিয়েছে সেখানে কোনওভাবে পাইপ ফেটে যায়। পাইপ ফেটে জল ঢুকে যায় মেট্রোর প্ল্যাটফর্মে। জল নেমে যায় মেট্রোর লাইনেও। তাতেই ব্যস্ত সময়ে চরম বিপত্তি। তার জেরে প্রায় ২ ঘণ্টার কাছাকাছি সময় মেট্রো চলাচলে চূড়ান্ত সমস্যা হয়। বিক্ষিপ্তভাবে কিছু মেট্রো চলে। 

খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যান মেট্রোর ইঞ্জিনয়ররা। সরেজমিনে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন মেট্রোর আধিকারিকরা। কিন্তু বারবার একের পর এক স্টেশনে জল ঢুকে পড়া নিয়ে রীতিমতো বিব্রত মেট্রোর আধিকারিকরা। কারণ এই সমস্যা একদমই নতুন নয়। সাম্প্রতিককালে পরপর তিন থেকে চারটি মেট্রো স্টেশন জল ঢুকে যায়। চরম উদ্বেগ বেড়েছে মেট্রোর ব্লু লাইনে। সাম্প্রতিককালে নেতাজি ভবন ও যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের মাঝের লাইনে জল ঢুকে যায়। সম্পূর্ণ বিঘ্নিত হয় পরিষেবা। পরিস্থিতি এমন দাঁড়ায় যায় থার্থ লাইনের বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বন্ধ করে দিতে হয়। বর্ষায় আবার রাতভর বৃষ্টির জেরে জলে ঢুকে যেতে দেখা যায়  চাঁদনি চক ও সেন্ট্রাল মেট্রো চত্বরে। সেই সময় প্রায় ২ ঘণ্টার বেশি সময় ধরে মহাত্মা গান্ধী রোড থেকে পার্ক স্ট্রিট স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে যায়।