
কলকাতা: সব কচকচানি ভুলে বৃহস্পতিবার বিকেল থেকে বাংলার রাজনৈতিক মহলে একটাই চর্চা। দিলীপ ঘোষের বিয়ে। কাটখোট্টা রাজনীতির তর্ক-বিতর্কের মধ্যেও প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যে সবসময় একটা রসবোধ আছে, সে কথা মানেন শাসকদলের নেতারাও। এমনকী বিয়ের খবরটা ছড়িয়ে পড়ার আগে প্রথম শুভেচ্ছাটাও জানিয়েছেন শাসক দলের নেতা কুণাল ঘোষই। আজ শুক্রবার নিউ টাউনের আইডিয়াল ভিলায় বসছে সেই বিয়ের আসর। সকাল থেকেই সেখানে সাজো সাজো রব।
শুক্রবার গোধূলী লগ্নে বিয়ে হওয়ার কথা। সকালেই সেখানে একে একে উপস্থিত হলেন অতিথিরা। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে এলেন দলের সিনিয়র নেতারা। প্রত্যেকেই দিলীপের হাতে তুলে দিলেন উপহার। পেলেন রিটার্ন গিফটও।
অন্দরমহলের যে ছবি সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে অতিথিদের সঙ্গে কথা বলছেন দিলীপের মা পুষ্পলতা ঘোষ। শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, লকেট চট্টোপাধ্যায়, শমিক ভট্টাচার্য প্রমুখ।
সুকান্ত মজুমদার জানিয়েছেন, সব সিনিয়র নেতারাই দিলীপকে শুভেচ্ছা জানাতে যাচ্ছেন। তিনি ধুতি, শাড়ি, ফুল, মিষ্টি দিয়ে এসেছেন। তবে কাজ থাকায় দিলীপের বিয়ের সময় থাকতে পারবেন না তিনি। সুকান্ত আরও জানিয়েছেন, আইনি মতে ও বৈদিক মতে বিয়ে হবে দিলীপের।
সূত্রের খবর, ঘরোয়া অনুষ্ঠানেই হবে বিয়ে। ম্যারেজ রেজিস্ট্রার ছাড়া দুই পক্ষের কয়েকজন আত্মীয় উপস্থিত থাকবেন।