কলকাতা: জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে অংশ নিতে দেখা গিয়েছে সিনিয়র ডাক্তারদেরও। পঞ্চমীর দিন প্রতীকী অনশনে যোগ দিয়েছিলেন রাজ্যের সব মেডিক্যাল কলেজের চিকিৎসকেরা। আর এবার সেই অনশন মঞ্চে একে একে উপস্থিত হচ্ছেন সাধারণ মানুষ থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা। দুর্গা পুজোর ষষ্ঠীর দিন অর্থাৎ বুধবার সকালে সেই মঞ্চে দেখা গেল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়কে। সেখানে দাঁড়িয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি বুঝিয়ে দিলেন আন্দোলন এখনই স্তব্ধ হবে না।
এদিন অনশনকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর মঞ্চের পাশে রাখা বোর্ডে সমর্থনের বার্তা লিখে দিলেন তিনি। লিখলেন, ‘সবার সঙ্গে আমিও পাশে আছি।’ এরপর তিনি কার্যত রাজ্য সরকারকে বার্তা দেন। বলেন, এই লড়াই চলবে। আর এতে সরকার আরও চাপে পড়বে।
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্য়ায় বলেন, “এই লড়াই দীর্ঘ লড়াই। তবে চট করে হার মানবে না প্রশাসন। প্রশাসন চাইবে কীভাবে এই প্রতিবাদ বানচাল করা যায়। সেই চেষ্টা করা হবে। পুজো দেখতে এসেও অনেকে এখানে ঘুরে যাচ্ছে। লড়াই আরও কঠিন হবে। শাসক দলের ঘুম কেড়ে নেবে।”
পুজোর মধ্যে এভাবে আন্দোলন চলায় অর্থনীতি প্রভাবিত হচ্ছে বলে অভিযোগ তুলছে শাসক দল। এই প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি বলেন, “অর্থনীতিটার ওরা কিছু বোঝেন? এত সচেতন হলে, পুজোয় ক্লাবগুলোকে অনুদান দিচ্ছেন কীভাবে। শাসক দল অনেক অন্তঃসারশূন্য কথা বলে থাকে। এটাও তার মধ্যে একটা।”