SIR লাগু হলে রাজ্যজুড়ে হেল্পডেস্ক, ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিংয়ে’ কোন জেলা কোথায় দাঁড়িয়ে?
SIR in Bengal: বর্তমানে পরিস্থিতি যা তাতে যে কোনও মুহূর্তেই রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। জোরকদমে চলছে 'ম্যাপিং অ্যান্ড ম্যাচিং' এর কাজ। তাও এক্কেবারে শেষ পর্যায়ে।

কলকাতা: এসআইআর নিয়ে ক্রমেই চড়ছে উত্তাপ। রাজনৈতিক মহলে পক্ষে-বিপক্ষে উঠে আসছে নানা মত। চলছে শাসক-বিরোধী তরজা। এরইমধ্যে শোনা যাচ্ছে বাংলায় SIR লাগু হলে রাজ্যজুড়ে হেল্প ডেস্ক করবে সিইও অফিস। জেলাভিত্তিক ভাবেই হেল্পডেস্ক করার চিন্তা-ভাবনা হচ্ছে বলে খবর। সাধারণ মানুষের সুবিধার্থে প্রতেকটি জেলা নির্বাচনী আধিকারিক দফতর থেকে শুরু করে ইআরও বা এসডিও এইআরও বা বিডিও দফতরে হবে হেল্প ডেস্ক। এই সংক্রান্ত যে কোনও সমস্যা নিয়ে সাধারণ মানুষ করতে পারবে দরবারয। এমনটাই খবর সূত্রের।
বর্তমানে পরিস্থিতি যা তাতে যে কোনও মুহূর্তেই রাজ্যে বিশেষ নিবিড় সমীক্ষা (SIR) শুরুর ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। জোরকদমে চলছে ‘ম্যাপিং অ্যান্ড ম্যাচিং’ এর কাজ। তাও এক্কেবারে শেষ পর্যায়ে। ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে সাম্প্রতিক ভোটার লিস্ট। তাতেই উঠে আসছে চমকপ্রদ সহ তথ্য।
সূত্রের খবর, হাওড়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে ৩৮ শতাংশ ক্ষেত্রে মিল রয়েছে। অন্যদিকে হুগলির ক্ষেত্রে তা ৫৬ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ৪১ শতাংশ ক্ষেত্রে এই মিল পাওয়া গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্ষেত্রে ৪৫ শতাংশ। দক্ষিণ কলকাতার ক্ষেত্রে ৩৫ শতাংশ, উত্তর কলকাতার ক্ষেত্রে ৫৩ শতাংশ, পশ্চিম মেদিনীপুরের ৬৪ শতাংশ, পূর্ব মেদিনীপুর ৬৭ শতাংশ।
অন্যদিকে কোচবিহারের ক্ষেত্রে দেখা যাচ্ছে ৪৮ শতাংশ ক্ষেত্রে মিল রয়েছে। আলিপুরদুয়ারে ৫৪ শতাংশ ক্ষেত্রে মিল, কালিম্পংয়ে ৬৫ শতাংশ, উত্তর দিনাজপুরে ৪৪ শতাংশ, দক্ষিণ দিনাজপুরে ৫৫ শতাংশ, মালদহে ৫০ শতাংশ, মুর্শিদাবাদে ৫৬ শতাংশ, নদিয়ায় ৫১ শতাংশ,পুরুলিয়ায় ৬৩ শতাংশ, বাঁকুড়ায় ৭৯ শতাংশ, বীরভূমে ৫৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৭৩ শতাংশ, পশ্চিম বর্ধমান ৩১ শতাংশ।
