
কলকাতা: অনেক দিন ধরে আটকে ছিল কাজ। কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছিল যাতে কাজ সম্পন্ন করার অনুমতি দেওয়া হয়। তবে চিংড়িহাটা দিয়ে যেহেতু বিস্তর গাড়ি চলাচল করে, তাই এই রাস্তা বন্ধ করতে চায়নি। এই নিয়ে দীর্ঘদিন ধরে চলছিল টানাপোড়েন। অবশেষে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের সমস্যার সমাধানের আশার আলো দেখা গেল বৈঠকে।
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুক্রবার, শনিবার এবং রবিবার ও তৃতীয় সপ্তাহের শুক্রবার, শনিবার, রবিবার ট্রাফিক ব্লক রাখা হতে পারে। অর্থাৎ চিংড়িহাটায় গাড়ি বন্ধ রেখে আরভিএনএল (RVNL)-এর তৈরি করে দেওয়ার রাস্তা দিয়ে বা অন্য কোনও বিকল্প পথ দিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে খবর। আর এই সময়টায় রেল বিকাশ নিগম লিমিটেড ওই ৩৬৬ মিটার অংশে বাকি থাকা কাজ করবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে।
চিংড়িহাটার জটিলতা নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে বৈঠকে বসেছিল কলকাতা মেট্রো, রেল বিকাশ নিগম লিমিটেড, কেএমডিএ, কলকাতা পুলিশ, বিধান নগর কমিশনারেট, কলকাতা পুরসভা। প্রায় চার ঘণ্টার কাছাকাছি এই বৈঠক চলে কলকাতা মেট্রো ভবনে। সংশ্লিষ্ট বৈঠক সূত্রে খবর, পুজোর মুখে চিংড়িহাটায় কোনওরকম কাজ করতে দিতে নারাজ পুলিশ প্রশাসন। তবে পুজোর পরে চিংড়িহাটায় কাজ করা সম্ভব বলে পুলিশের তরফে জানানো হয়। এরপরই দিনক্ষণ হিসাবে নভেম্বর মাসের মাঝামাঝি সময়কে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর।
একই সঙ্গে সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ এই কাজ কীভাবে হবে, তার পরীক্ষা-নিরীক্ষা ভাবে কিছু কাজ করা হবে বলেও সেদিন বৈঠক সূত্রে জানা গিয়েছে। একইসঙ্গে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন চালু করা এবং আন্ডারপাস তৈরি করার বিষয়ও এদিন বৈঠকে দীর্ঘক্ষণ আলোচনা হয়।