Kolkata Fire Arms recover: বাবুঘাটের পর এবার আলিপুর, মাটি খুঁড়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ
গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে সোমবার রাতে আলিপুর থানার পুলিশের টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড যৌথ ভাবে তল্লাশি চালায়। রাতভর তল্লাশি চালিয়ে এ দিন ভোরে মাটি খুঁড়ে উদ্ধার করে একেরপর এক আগ্নেয়াস্ত্র। সবমিলিয়ে ১১ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।

কলকাতা: কলকাতা থেকে একই দিনে দুই জায়গা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার। মঙ্গলবার দুপুরে স্ট্র্যান্ড রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটকের পর এবার মাটি খুঁড়ে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আলিপুর থানা এলাকার ওরফ্যানগঞ্জ রোড এলাকায় মাটি খুঁড়ে ১১ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো পুলিশ।
গোপন সূত্রে পাওয়া খবরে ভিত্তিতে সোমবার রাতে আলিপুর থানার পুলিশের টিম এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড যৌথভাবে তল্লাশি চালায়। রাতভর তল্লাশি চালিয়ে এ দিন ভোরে মাটি খুঁড়ে উদ্ধার করে একের পর এক আগ্নেয়াস্ত্র। সব মিলিয়ে ১১ টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। যার মধ্যে ‘কান্ট্রি মেড ওয়ান শাটার’, ‘৭ এমএম পিস্তল’ এবং ‘৩ টি ইমপ্রোভাইস ফায়ার আর্মস’ উদ্ধার হয়। এই ঘটনায় রাজেশ সাউ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আরও বেশ কয়েকজন পলাতক রয়েছে বলে খবর। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এরা সকলেই বিজেপি নেতা রাকেশ সিংয়ের ঘনিষ্ঠ বলেই দাবি করেন ডিসি সাউথ প্রিয়ব্রত রায়ের।
পাশাপশি তিনি আরও দাবি করেন, রাকেশ সিংয়ের নির্দেশেই ওই সব আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল। মাস তিনেক আগেই ওই এলাকায় মাটি খুঁড়ে রাখা হয় আগ্নেয়াস্ত্র। ভবিষ্যতে ব্যবহার করে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন রাকেশ বলে অভিযোগ। ইতিমধ্যেই অস্ত্র আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই অস্ত্র উদ্ধারের মামালায় রাকেশ সিংয়ের নাম এফআইআর-এ থাকবে বলেই পুলিশের দাবি। রাকেশ সিং বর্তমানে পুরনো মামলায় জেলে হেফাজতে রয়েছেন।
