Fire at Dumdum: একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ, দাউ দাউ করে জ্বলছে দমদমের বস্তি, হাহাকার শতাধিক পরিবারে
Dumdum Fire: দুপুর ১২টা নাগাদ আগুন লাগে বলে জানা যাচ্ছে। অভিযোগ, খবর দেওয়া হলেও দমকলবাহিনীর এলাকায় পৌঁছতে দেরী হয়, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগে পেতে হয়। দমদমের একটা বিস্তীর্ণ অংশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।
দমদম: শনিবার দুপুরে কার্যত আগুনে ঝলসে গেল দমদমের বস্তি এলাকা। আগুনের উৎস এখনও স্পষ্ট নয়, তবে ক্রমে আগুন ছড়াতে ছড়াতে গ্রাস করেছে শতাধিক বাড়ি। বহু পরিবার ঘরছাড়া। আতঙ্কে কেউ কেউ খালে ঝাঁপ দেন বলেও শোনা যাচ্ছে, তবে হতাহতের কোনও খবর নেই। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৭টি ইঞ্জিন। তারপরও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দারা বাগজোলা খাল থেকে জল তুলে আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন লাগার পর বেশ কিছুক্ষণ কেটে গেলেও বস্তির অন্দরে শোনা যাচ্ছে পরপর সিলিন্ডার বিস্ফোরণের শব্দ।
এলাকায় পড়ে রয়েছে অনেক দাহ্য পদার্থ, তার জেরে আগুন আরও ছড়িয়ে পড়ছে বলে জানা যাচ্ছে। বাড়িগুলিতে থাকা একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে।
দমদমের হনুমান মন্দিরের ঠিক পিছনে বস্তিতে আগুন লাগে দুপুর ১২ টা নাগাদ। যশোর রোড থেকেও দেখা যাচ্ছে কালো ধোঁয়া। দমদম থেকে যে ছবি সামনে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে ঘরগুলি পুরো ঝলসে গিয়েছে। সব হারিয়ে বুক ফাটা কান্না কাঁদছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী ও তৃণমূল প্রার্থী সৌগত রায়।
সুজন চক্রবর্তী বলেন, “কীভাবে আগুন লাগল, এর পিছনে কী কারণ, তা পরে ভাবা যাবে। আপাতত আগুন যাতে দ্রুত নেভানো সম্ভব হয়, সেটাই আমরা দেখছি।” ঘটনাস্থলে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।