কলকাতা: ইএম বাইপাসের বেঙ্গল কেমিক্যাল কারখানার পাশে নেতাজি নগর কলোনিতে বিরাট বড় অগ্নিকাণ্ড। দাউ দাউ করে জ্বলছে আগুন (Fire)। ইতিমধ্যেই ভস্মীভূত হয়েছে ১০ থেকে ১৫ টি ঝুপড়ি।
তবে এখনও হতাহতের কোনও খবর মেলেনি। কলোনির বাসিন্দারা প্রত্যেকেই নিরাপদ স্থানে সরে গিয়েছেন। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিসের বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল।
দাউ দাউ করে জ্বলছে আগুন! বাইপাস সংলগ্ন কলোনিতে পুড়ে ছাই ১৫ টি বাড়ি#Fire । #Kolkata । #TV9Bangla pic.twitter.com/NCjclSrCs3
— TV9 Bangla (@Tv9_Bangla) December 22, 2020
সেই কলোনিতে কয়েকশো ঘরবাড়ি রয়েছে। সেই বাড়িগুলির সামনে মজুত ছিল দাহ্য পদার্থ। হাওয়া ও ঘনবসতির কারণে দ্রুত ছড়ায় আগুন।
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের ১৫ টি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছেছে কলকাতা পুলিস, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও দমকল। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন।
ঘটনাস্থলে গিয়েছেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, আগুন আসতে আসতে নিয়ন্ত্রণে আসছে। যেসব ঝুপড়ি পুড়ে গিয়েছে তা পুনর্নিমান করে দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে তিনি জানিয়েছেন, আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
দমকলের ১৫ টি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে প্রায় সম্পূর্ণ কলোনিই ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। বাইপাস সংলগ্ন এলাকায় বিধ্বংসী আগুন লাগার ফলে যানজট দেখা যায় রাস্তায়। আগুন নেভানোর কাজ এখনও চলছে।