দ্বাদশ শ্রেণির সব পড়ুয়াকে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঙ্গলবার তিনি ঘোষণা করলেন, ট্যাবের বদলে রাজ্যের প্রত্যেক দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ১০ হাজার টাকা করে দেবেন।
কলকাতা: দ্বাদশ শ্রেণির সাড়ে ৯ লক্ষ ছাত্রছাত্রীকে অনলাইন পঠনপাঠনের জন্য ট্যাব দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু মঙ্গলবার তিনি ঘোষণা করলেন, ট্যাবের বদলে রাজ্যের প্রত্যেক দ্বাদশ শ্রেণির পড়ুয়াকে ১০ হাজার টাকা করে দেবেন। ট্যাব কেন দিতে পারছে না রাজ্য সরকার, সেক্ষেত্রেও দুটি কারণ জানা গিয়েছে।
সূত্রের খবর, সাড়ে ৯ লক্ষ ট্যাবলয়েড বানানোর জন্য এই পরিস্থিতিতে রাজ্যের টেন্ডার পেতে সমস্যা হচ্ছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকার চিনা দ্রব্যের ওপর নিষেধাজ্ঞা জারি করাতেও বেশ কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। ফলে এই অল্প সময়ের মধ্যে সাড়ে ৯ লক্ষ ট্যাবলয়েড বানানো অসম্ভব। সেকথা মাথায় রেখেই রাজ্যের প্রত্যেক দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীকে দশ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ মাসের মধ্যেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।
আরও পড়ুন: প্রাথমিকে ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ, ঘোষণা মমতার
করোনা আবহে লকডাউন পরিস্থিতিতে পঠনপাঠন ঠিক রাখার জন্য রাজ্যের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অনলাইন ক্লাস করার পরিকাঠামো সর্বত্র নেই। বিশেষত গ্রাম বা মফ্ফস্বলগুলির ছেলেমেয়েরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তারা বিশেষভাবে সমস্যায় পড়ছিল। সেকথা মাথায় রেখেই দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ট্যাবলয়েড দেওয়ার কথা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী।