Fire: যোধপুর পার্কে ডমিনোজ় পিৎজার গোডাউনে আগুন, আতঙ্কে এলাকাবাসী

Jodhpur Park: শনিবার সকালেই আগুন লাগে গার্স্টিন প্লেসে। ব্যাঙ্কশাল আদালতের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আবারও সন্ধ্যায় আগুন লাগার ঘটনা খাস কলকাতায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে। দমকলের আধিকারিকও জানান, দাহ্যবস্তু অনেক কিছু পড়েছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থা সেরকম কিছু চোখে পড়েনি তাঁদের। 

Fire: যোধপুর পার্কে ডমিনোজ় পিৎজার গোডাউনে আগুন, আতঙ্কে এলাকাবাসী
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 9:11 PM

কলকাতা: ফের কলকাতায় আগুন। শনিবার আগুন লাগে যোধপুর পার্কের একটি আবাসনের নিচে। সেখানে ডমিনোজ়ের একটি দোকান আছে। বেসমেন্টে তারাই একটি ঘর গোডাউন হিসাবে ব্য়বহার করে বলে দাবি আবাসনের বাসিন্দাদের। তাঁরা জানান, সেই গোডাউনে প্রচুর রান্নার গ্যাসের সিলিন্ডার মজুত করা ছিল। বড় বিপদ ঘটতে পারত বলেও আশঙ্কা প্রকাশ করেন। যদিও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দ্রুততার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণেও আনে। হতাহতের কোনও খবর বলেই জানিয়েছে দমকল। তবে বহু কাগজপত্র পুড়ে গিয়েছে।

আবাসনের এক বাসিন্দা বলেন, “হঠাৎ দেখলাম আগুন। অথচ দমকলকে কেউ ডাকছে না পর্যন্ত। এদিকে অগ্নিনির্বাপক কোনও ব্যবস্থাও নেই। তারপর দমকলে আমিই ফোন করি। যেখানে আগুন লাগে সেটা ডমিনোজ় ব্যবহার করে। তারা খুবই ভাল কাজ করেছে।” আবাসনে থাকেন ওই মহিলার মা। তিনি সে সময় ছাদে ছিলেন। বয়স্ক মানুষ ঘাবড়ে যান তিনি। পরে যদিও দমকলের তৎপরতায় নিচে নামিয়ে আনা হয় তাঁকে।

স্টেশন অফিসার হেড কোয়ার্টার (ফায়ার স্টেশন) সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “বিল্ডিংয়ের বেসমেন্টে আগুন লেগেছে। কয়েকটা গ্যাস সিলিন্ডার ছিল। ইলেট্রিকাল স্কুটারও ছিল। তাতেই প্রাথমিকভাবে আগুন লাগে। আমরা যখন প্রথম দেখি আগুন ও ধোঁয়া ছিল। তবে দমকল বাহিনী তা নিয়ন্ত্রণ করে। যদিও ধোঁয়ার জন্য প্রাথমিকভাবে কাজ করতে অসুবিধা হচ্ছিল। এখন মোটামুটি সবটা নিয়ন্ত্রণে। কীভাবে আগুন লেগেছে তা এখনই বলা মুশকিল।”

শনিবার সকালেই আগুন লাগে গার্স্টিন প্লেসে। ব্যাঙ্কশাল আদালতের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় এলাকায়। আবারও সন্ধ্যায় আগুন লাগার ঘটনা খাস কলকাতায়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করে। দমকলের আধিকারিকও জানান, দাহ্যবস্তু অনেক কিছু পড়েছিল। তবে প্রতিরক্ষা ব্যবস্থা সেরকম কিছু চোখে পড়েনি তাঁদের।