Fire in Kolkata : পরপর দুই সিলিন্ডার বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ছেয়ে গেল নারকেলডাঙা

Fire : রাতের শহরে দোতলা বাড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন।

Fire in Kolkata : পরপর দুই সিলিন্ডার বিস্ফোরণ, কালো ধোঁয়ায় ছেয়ে গেল নারকেলডাঙা
ছবি : টিভি৯ বাংলা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 13, 2022 | 12:06 AM

নারকেলডাঙা : রাতের শহরে গৃহস্থের বাড়িতে আগুন। নারকেলডাঙার একটি বাড়িতে আগুন লাগে। বাড়িটি দোতলা বাড়ি ছিল। আনুমানিক প্রায় সাড়ে দশটা নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন গিয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দ তাঁরা পেয়েছেন। আনুমানিক প্রায় সাড়ে দশটা নাগাদ পরপর দুটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ। তারপরই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে সেই দোতলা বাড়িতে। কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইতিমধ্যে ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন গিয়েছে।

পর পর বিস্ফোরণের শব্দ। প্রতিবেশীরা আওয়াজ শুনেই ঘর থেকে বেরিয়ে আসে। এসে দেখেন পার্শ্ববর্তী দোতলা একটি বাড়িতে আগুন লেগেছে। দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেই বাড়ি থেকে পাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার সম্ভবনা ছিল। প্রতিবেশীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। স্থানীয় যুবকরা আগুন নেভানোর কাজে হাত লাগায়। তারপর ঘটনাস্থলে দমকলের ৮ টি ইঞ্জিন উপস্থিত হয়। দমকলের ৮ টি ইঞ্জিন পুরোদমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। প্রাথমিক তদন্তে দমকল কর্মীদের অনুমান সিলিন্ডার ফেটেই এই আগুন লেগেছে। কিছুক্ষণের প্রচেষ্টায় আপাতত আগুন আয়ত্তে আনা গিয়েছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

এই ঘটনায় আহত হয়েছেন দুইজন। বছর ১২ এর এক কিশোর অগ্নিদগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে। আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও একজন। আগুনের ভয়ে ছাদ থেকে লাফ দেন বছর পঁচিশের এক ব্যক্তি।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা