Fire in Kolkata: লেকটাউনে গেঞ্জি কারখানার তিনতলায় আগুন, উস্কে দিচ্ছে নিউ ব্যারাকপুর অগ্নিকাণ্ডের স্মৃতি

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 11, 2022 | 8:46 PM

Fire in Laketown: আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Fire in Kolkata: লেকটাউনে গেঞ্জি কারখানার তিনতলায় আগুন, উস্কে দিচ্ছে নিউ ব্যারাকপুর অগ্নিকাণ্ডের স্মৃতি
লেকটাউনে গেঞ্জি কারখানায় আগুন (নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা : ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Fire in Kolkata)। লেকটাউনের এক গেঞ্জি কারখানায় শুক্রবার সন্ধ্যায় আগুন লাগে। ঘটনাটি ঘটেছে লেকটাউন কালিন্দী প্রগতি পল্লী এলাকায়। এলাকার ওই গেঞ্জি কারখানায় তিনতলায় আচমকাই আগুন লেগে যায়। তড়িঘড়ি খবর পাঠানো হয় দমকলে। দমকলের মোট তিনটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে আসে এবং আগুন নেভানোর কাজ শুরু হয়। বর্তমানে গেঞ্জি কারখানার আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। আগুন কুলিং করার কাজ চলছে বর্তমানে। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। তবে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

আগুন লাগার খবর পেয়ে দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেয় দমকল বাহিনী। তবে, আগুন নেভানোর কাজে বেশ বেগ পেতে হয় দমকলের কর্মীদের। প্রথমত, আগুন লেগেছিল গেঞ্জি কারখানার তিন তলায়, তার উপর এলাকাটি বেশ সংকীর্ণ। তবে স্থানীয়দের চেষ্টা ও তৎপরতায় আগুন নেভানোর কাজে অনেকটাই সুবিধা হয় দমকলের। শুক্রবার সন্ধ্যায় এলাকার স্থানীয় বাসিন্দারাই প্রথম দেখতে পান আগুন। কারখানার তিনতলার জানালা দিয়ে আগুনের শিখা দেখা যাচ্ছিল। গেঞ্জি কারখানার ভিতরে অনেক দাহ্য পদার্থ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তার থেকেই আগুন ছড়িয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, গত বছর নিউ ব্যারাকপুরের এক গেঞ্জি কারখানায় ভয়াবহ আগুন লেগেছিল। বেশ কয়েকমাস অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সেই বীভীষিকা এখনও পুরোপুরি মুছে যায়নি শহরবাসীর মন থেকে। প্রথমে আগুন লেগেছিল গেঞ্জি কারখানায়, তারপর তা ছড়িয়ে পড়েছিল পাশের এক ওষুধের গুদামেও। নিউ ব্যারাকপুরের সেই অগ্নিকাণ্ডের কথা ফের একবার উস্কে দিল  লেকটাউনের গেঞ্জি কারখানায় আগুনের ভয়াবহতা। যদিও আগুন লাগার ঘটনায় হতাহতের কোনও খবর নেই। শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, আগুন প্রায় নিয়ন্ত্রণে এনে ফেলেছেন দমকলকর্মীরা।

আরও পড়ুন : Goa Assembly Result: অভিষেকের পাশেই মমতা, ‘গোয়াতে তৃণমূল খারাপ কী করেছে?’

Next Article