Goa Assembly Result: অভিষেকের পাশেই মমতা, ‘গোয়াতে তৃণমূল খারাপ কী করেছে?’
Goa Assembly: জোট ২টি আসন পেলেও দু'টিই জিতেছে মহারাষ্ট্র গোমন্তকের প্রতিনিধি। অর্থাৎ তৃণমূলের কোনও বিধায়ক সেখানে নেই।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “গোয়ায় তৃণমূল সবে গিয়েছে। তিন মাসের মধ্যে আমরা ৬ শতাংশ ভোট পেয়েছি। এটা মোর দ্যান এনাফ।” একইসঙ্গে মহারাষ্ট্র গোমন্তক পার্টির বিজেপিকে সমর্থন দেওয়া প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর বক্তব্য, “যারা জোট সঙ্গী ছিল তারা কোথায় যাচ্ছে তা নিয়ে আমি বলতে পারি না। কারণ সেখানে কেউ আমার বিধায়ক নন। আমি তাদের নিয়ন্ত্রণ করতে পারি না। এটা প্রি পোল অ্যালায়েন্স ছিল। ওরা মনে করেছে তৃণমূলের জয়ী সদস্য নেই, তাই নিজেদের মতো করে সিদ্ধান্ত নিচ্ছে।”
অন্যদিকে গোয়ার ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “চারটে আসনে আমরা অত্যন্ত কম ব্যবধানে হেরেছি। মাত্র এক হাজার থেকে ১২০০ ভোটের ব্যবধান। গোয়ায় এমন কয়েকটি বিধানসভা আসন রয়েছে যেখানে তৃণমূল তিন মাসের মধ্যেই ৩০ শতাংশ ভোট পেয়েছে। সার্বিকভাবে তৃণমূল ৬ শতাংশ ভোট পেয়েছে গোয়ায়। আগামী ৫ বছর মাটি কামড়ে পড়ে থাকব। অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা হয়তো সবার কাছে সে ভাবে পৌঁছতে পারিনি।” প্রসঙ্গত, মোট ৪০ আসনের গোয়া বিধানসভা। সেখানে বিজেপি পেয়েছে ২০টি আসন। কংগ্রেস পেয়েছে ১২টি আসন, আম আদমি পার্টি পেয়েছে ২টি।
আরও পড়ুন: Bengal Budget: কোনও প্রকল্প বন্ধ হবে না, বাজেট প্রস্তাবের পর রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রী মমতার
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ইভিএমের ফরেন্সিক পরীক্ষা করানো হোক’, উত্তর প্রদেশের রায় নিয়ে অখিলেশের পাশে মমতা