AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Newtown Fire: বাংলাদেশি কলোনি বলে পরিচিত ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

Newtown Fire: বাংলাদেশি কলোনি বলে পরিচিত ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন

Ranjit Dhar

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Updated on: Dec 18, 2025 | 12:11 PM

Share

একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যাচ্ছে চোখের নিমেষে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রায় কুড়িটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।

শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে খাক নিউটাউনের ইকোপার্কের কাছেই। ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি। এসআইআর আবহে ওই বস্তিগুলি পুড়ে খাঁক হয়ে যাচ্ছিল। এমন ছবি সামনে আসে। এবার সেই ঝুপড়িগুলিতেই আগুন ধরে গিয়েছে। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যাচ্ছে চোখের নিমেষে। ঘুনি বস্তিতে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট নয়। আগুনের মধ্যে থেকেই পরপর বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রায় কুড়িটি ইঞ্জিন পৌঁছয় ঘটনাস্থলে।