AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amit Malviya on Newtown fire: ‘ভোটার তালিকায় ফের নাম তুলতেই আগুন লাগিয়েছে তৃণমূল’, নিউটাউনে বস্তি পোড়ার ঘটনায় দাবি মালব্যর

Newtown Fire: এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমাদার বলেন, "বাংলাদেশিদের নিয়ে রাজনীতি বরাবরই বিজেপি করে। ওরাই তড়ঘড়ি বস্তি পুড়িয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে না তো? তার কারণ, মালব্য যা বলেছেন দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে।"

Amit Malviya on Newtown fire: 'ভোটার তালিকায় ফের নাম তুলতেই আগুন লাগিয়েছে তৃণমূল', নিউটাউনে বস্তি পোড়ার ঘটনায় দাবি মালব্যর
অমিত মালব্যImage Credit: Facebook
| Edited By: | Updated on: Dec 18, 2025 | 11:00 AM
Share

কলকাতা: এসআইআর (SIR) এর তখন প্রস্তুতি চলছিল। সেই সময় প্রতিটি সংবাদ-শিরোনামে নাম উঠে এসেছিল নিউটাউনের বাংলাদেশি ঘুনি বস্তির। স্থানীয় বাসিন্দারা দাবি করছিলেন, এখানে যাঁরা থাকতেন তাঁরা বেশিরভাগই বাংলাদেশি অনুপ্রবেশকারী। গতকাল অর্থাৎ বুধবার সেই বস্তিই আগুনে ছাড়খাড় হয়ে যাওয়ায় ফের একবার উঠল প্রশ্ন। বিজেপি বলছেন, এই আগুন ইচ্ছাকৃতভাবে তৃণমূল লাগিয়েছে। তবে অভিযোগ উড়িয়েছে শাসকদল।

নিউটানের এই অগ্নিকাণ্ড নিয়ে বিজেপির প্রশ্ন, SIR শুরুর আগেই কেন এই অগ্নিকাণ্ড? আইটি সেলের প্রধান অমিত মালব্য নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, “খসড়া তালিকায় নাম বাদ পড়ার ঘটনা ধামাচাপা দিতেই এই অগ্নিকাণ্ড। ভোটার তালিকায় ফের নাম তোলার জন্যই আগুন ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। এটা ইচ্ছাকৃত কারসাজি। আগুন নিয়ে খেলছে তৃণমূল।” ঠিক এই ভাষাতেই সরব হয়েছে এ রাজ্যের শাসকদল।

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে টিভি ৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমাদার বলেন, “বাংলাদেশিদের নিয়ে রাজনীতি বরাবরই বিজেপি করে। ওরাই তড়ঘড়ি বস্তি পুড়িয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে না তো? তার কারণ, মালব্য যা বলেছেন দেড় কোটি নাকি রোহিঙ্গা আছে। অথচ এসআইআর-এর খসড়া তালিকায় তার প্রতিফলন নেই। তাহলে এই মিথ্যাচারের ওপরে কেন এই বিজেপি পশ্চিমবঙ্গের ভোটারদের আতঙ্কিত করছে? ওরা প্রতিদিন এলোমেলো ন্যারেটিভ তৈরি করছেন।”

এখানে উল্লেখ্য, গতকাল শীতের সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনিউ টাউনের ইকো পার্কের কাছে ঘুনি বস্তিতে। ওই এলাকায় রয়েছে শতাধিক ঝুপড়ি ছিল। এলাকাবাসীর দাবি,এসআইআর আবহে ওই ঝুপড়িগুলি ফাঁকা হয়ে যাচ্ছিল। এবার সেই ঝুপড়িগুলিতেই আগুন ধরে যায়। একের পর এক ঝুপড়ি ভস্মীভূত হয়ে যায় চোখের নিমেষে।