ভুলেও এই দেবতাকে দেবেন না দুর্বা ঘাস, আশীর্বাদের বদলে মিলবে অভিশাপ!
হিন্দু শাস্ত্রে প্রতিটি পুজোর নিজস্ব নিয়ম ও উপাচার রয়েছে। দেব-দেবীকে প্রসন্ন করার জন্য সাধারণত পুজোর সময় ফুল,ফল ও তুলসী বা দুর্বা ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, শিব পুজোয় দুর্বা ঘাস ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ।

হিন্দু শাস্ত্রে প্রতিটি পুজোর নিজস্ব নিয়ম ও উপাচার রয়েছে। দেব-দেবীকে প্রসন্ন করার জন্য সাধারণত পুজোর সময় ফুল,ফল ও তুলসী বা দুর্বা ব্যবহার করা হয়। কিন্তু জানেন কি, শিব পুজোয় দুর্বা ঘাস ব্যবহার করা শাস্ত্রবিরুদ্ধ। তাই শিবের পুজো করার আগে অবশ্যই মাথায় রাখুন এসব বিষয়। নাহলে সমস্যা বাড়তে পারে।
কেন শিবপুজোয় দুর্বা ব্যবহার করা হয় না?
পুরাণ ও শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী, ভগবান শিবের আরাধনায় দুর্বা ঘাস বা দূর্বা সম্পূর্ণ নিষিদ্ধ। গণেশ পুজোয় যেখানে দুর্বা প্রধান উপকরণ, সেখানে শিবের মাথায় এটি দেওয়া শাস্ত্র বিরুদ্ধ কাজ।
শাস্ত্র মতে, শিব হলেন ত্যাগের প্রতীক এবং তিনি অতি অল্পেই সন্তুষ্ট। তবে তাঁর পুজোয় কয়েকটি জিনিস একেবারেই ব্রাত্য। এর পেছনে রয়েছে বেশ কয়েকটি পৌরাণিক গল্পও।
শাস্ত্র মতে, বিষ্ণু ও গণেশকে সন্তুষ্ট করতে দুর্বা ব্যবহৃত হলেও, শিবের জন্য নির্ধারিত হয়েছে বেলপাতা। অনেকে মনে করেন, দুর্বা ঘাস শীতলতার প্রতীক যা গণেশের অগ্নিসদৃশ তেজ কমাতে সাহায্য করে। অন্যদিকে, শিবের ললাটে চন্দ্র ও জটায় গঙ্গা থাকায় তিনি নিজেই শীতল। তাই তাঁকে দুর্বা অর্পণের প্রয়োজন পড়ে না।
আর কোন কোন দেবতাকে দুর্বা দেওয়া নিষেধ?
শিব পুজোয় যা দেওয়া আবশ্যিক আপনি যদি শিবের আশীর্বাদ পেতে চান, তবে দুর্বার বদলে এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন।
বেলপাতা: শিবের সবথেকে প্রিয় হলো তিন পাতা বিশিষ্ট অখণ্ড বেলপাতা।
ধুতুরা ও আকন্দ: এই বুনো ফুল ও ফল শিবের অত্যন্ত পছন্দের।
ভস্ম ও গঙ্গার জল: শাস্ত্র মতে এগুলো শিবের আরাধনার মূল উপকরণ।
