West Bengal Weather: বড় দিনের আগেই পাল্টি খেল আবহাওয়া, নতুন কী আপডেট?
West Bengal, Kolkata Weather Report: ওয়েদার অফিস মারফত জানা যাচ্ছে,উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাব পড়ছে। আর সেই কারণেই তাপমাত্রার এই অদল-বদল। হাওয়া অফিস বলছে, সকালে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।

কলকাতা: মাঝে কয়েকদিন ঠান্ডা পড়লেও গত পরশু থেকে একটু-একটু করে ফের গরম অনুভূত হতে শুরু করেছে। এই আবহের মধ্যেই এবার শীতপ্রেমীদের জন্য মনখারাপের খবর শোনাল আলিপুর আবহাওয়া অফিস। বড়দিনের আগে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই দিল হাওয়া অফিস। অন্তত, আগামী পাঁচ সাত দিনে জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বলেই বলছে হাওয়া অফিস। আজ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস কলকাতার তাপমাত্রা। এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। সকাল সন্ধ্যা শীতের আমেজ সামান্য কমবে। দিনের বেলা শীতের অনুভূতি অনেকটাই কমবে।
কিন্তু কেন আবহাওয়ার এমন পাল্টি? ওয়েদার অফিস মারফত জানা যাচ্ছে,উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে। তারই প্রভাব পড়ছে। আর সেই কারণেই তাপমাত্রার এই অদল-বদল। হাওয়া অফিস বলছে, সকালে হালকা কুয়াশা থাকবে। তবে ঘন কুয়াশার ঘন সতর্কবার্তা নেই রাজ্যে। মূলত দিনভর পরিষ্কার আকাশের সম্ভাবনা।
আগামী কয়েকদিন পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ১২ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আর উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে দক্ষিণবঙ্গ থেকে শীতের আমেজ চলে গেলেও উত্তরবঙ্গে শীত শীত ভাব থাকবে। খুব সকালে সামান্য কুয়াশার সম্ভাবনা। পরে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া। স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। শীতের আমেজ চলবে। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। সকালেও রাতে শীতের আমেজ কমবে। দিনের বেলায় শীতের অনুভূতি অনেকটাই কমবে।
ওয়েদার অফিস বলছে, দার্জিলিং জেলা সহ-সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকা এবং ওপরের দিকের পাঁচ জেলাতে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। মালদহ সংলগ্ন জেলাতে অর্থাৎ উত্তরবঙ্গের নিচের দিকে ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।
কলকাতার ক্ষেত্রে বলা হচ্ছে, আপাতত জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে থাকবে। কলকাতায় আজ রাতের তাপমাত্রা এক ডিগ্রি বেড়েছে। আজ ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। উইকেন্ড পর্যন্ত তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
