Bagtui Massacre: ‘দুই গোষ্ঠীর লড়াই, এর দায় তৃণমূলের কেন হবে?’ বগটুইকাণ্ডে প্রশ্ন ফিরহাদের

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 29, 2022 | 6:56 PM

Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, "এটা তৃণমূলের দায় কেন হবে? দুটো গ্রুপের মধ্যে লড়াই হয়েছে। আইনত যা ব্যবস্থা নেওয়া নেওয়ার তা নেওয়া হচ্ছে। তার দায় কেন তৃণমূলের হবে? "

Bagtui Massacre: দুই গোষ্ঠীর লড়াই, এর দায় তৃণমূলের কেন হবে? বগটুইকাণ্ডে প্রশ্ন ফিরহাদের
এ কেমন প্রশ্ন তুললেন ফিরহাদ?

Follow Us

কলকাতা : বগটুই হত্যাকাণ্ডের (Bagtui Massacre) অন্যতম সাক্ষী নাজিমা বিবি সোমবার রামপুরহাট হাসপাতালে মারা গিয়েছেন। ৬৫ শতাংশ অগ্নিদগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। সেই অবস্থাতেই ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম তাঁকে দেখেও এসেছিলেন হাসপাতালে গিয়ে। রামপুরহাটের নৃশংসতায় আরও একজনের মৃত্যুর পর তৃণমূলের বিরুদ্ধে বিরোধীরা আক্রমণের ঝাঁঝ আরও বাড়িয়েছে। মঙ্গলবার বগটুই হত্যাকাণ্ডে বিরোধীদের অভিযোগ নিয়ে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সেদিন ওই মহিলাকে আমি দেখেছিলাম। জল চাইছিলেন। ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল।” যা ঘটেছে তার নিন্দনীয় বলে মেনে নিলেও ফিরহাদ হাকিম বলেন, “কিন্তু এটা তৃণমূলের দায় কেন হবে? দুটো গ্রুপের মধ্যে লড়াই হয়েছে। আইনত যা ব্যবস্থা নেওয়া নেওয়ার তা নেওয়া হচ্ছে। তার দায় কেন তৃণমূলের হবে? ”

রামপুরহাটের হত্যাকাণ্ডের পর থেকেই কার্যত আরও কোণঠাসা হয়ে গিয়েছে রাজ্যের শাসক দল। রাজ্য়ের একের পর এক জনপ্রতিনিধির উপর হামলা ঘিরে রাজ্যের আইন -শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বার বার প্রশ্ন উঠছিল। বগটুই কাণ্ডে তা চরমে ওঠে। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলতে শোনা গিয়েছিল, “যাঁরা মারা গিয়েছেন তাঁরাও তৃণমূলের লোক, যাঁদের বাড়িতে আগুন লেগেছে তাঁরাও তৃণমূলের লোক।” এমনকী যাঁদের গ্রেফতার করা হয়েছে তাঁরাও তৃণমূলের লোক সেই কথাও স্বীকার করে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, “পুলিশের ভুল আছে, আমরা তার জন্য ব্যবস্থাও নিয়েছি। এসডিপিও, ওসিকে সরানো হয়েছে। ২২ জন গ্রেফতার হয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। সবাই জানে সব তৃণমূলের লোকেরাই গ্রেফতার হয়েছে।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই কথাগুলি বলার পরেও রাজ্য়ের মন্ত্রী তথা শাসক দলের অন্যতম প্রধান সংখ্যালঘু মুখ ফিরহাদ হাকিমের প্রশ্ন,  এর দায় তৃণমূল কংগ্রেস কেন নেবে? এখনও ফিরহাদ হাকিম বলছেন, এটি শুধুই দুটি গ্রুপের মধ্যে লড়াই।

আরও পড়ুন : Molestation in Salt Lake: হেঁটে যাওয়ার সময় মুখ চেপে ধরতে চাইল কেউ, সন্ধ্যা নামলেই বিপদ ওঁৎ পাতছে সল্টলেকে?

Next Article