AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim: ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’, বিজেপি বিধায়ককে খোঁচা ফিরহাদের

Summer vacation in Schools: ফিরহাদের বক্তব্য, "মুখ্যমন্ত্রী আছেন। সঙ্গে তাঁর মন্ত্রিসভা আছে, শিক্ষা দফতর আছে... তাই কী সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে সরকার চলবে তা ঠিক করার জন্য মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ আছে।"

Firhad Hakim: 'গাঁয়ে মানে না আপনি মোড়ল', বিজেপি বিধায়ককে খোঁচা ফিরহাদের
বিজেপি বিধায়ককে খোঁচা ফিরহাদের
| Edited By: | Updated on: Apr 29, 2022 | 3:42 PM
Share

কলকাতা : “গাঁয়ে মানে না আপনি মোড়ল। কে একজন বিজেপি নেতা শংকর ঘোষ, যিনি টুইট করে কীভাবে রাজ্য চলবে তা নিয়ে মুখ্যমন্ত্রীকে জ্ঞান দিচ্ছেন।” সম্প্রতি উত্তরবঙ্গের বিজেপি বিধায়ক শংকর ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে এমনই কটাক্ষ করলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী আছেন। সঙ্গে তাঁর মন্ত্রিসভা আছে, শিক্ষা দফতর আছে… তাই কী সিদ্ধান্ত নেওয়া উচিত, কীভাবে সরকার চলবে তা ঠিক করার জন্য মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদ আছে।” উল্লেখ্য, দক্ষিণের জেলাগুলিতে তীব্র দাবদাহ চললেও উত্তরবঙ্গে পরিস্থিতি অনেকটাই ভাল। প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তাই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে দেওয়ার সিদ্ধান্ত শুধুমাত্র দক্ষিণবঙ্গ কেন্দ্রিক বলেই মত বিজেপি বিধায়কের। তারই প্রেক্ষিতে শুক্রবার পাল্টা খোঁচা দিলেন ফিরহাদ হাকিম।

শংকর ঘোষ বৃহস্পতিবার একটি টুইট করে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “দক্ষিণবঙ্গ কি উত্তরবঙ্গবাসীদের প্রভু? সর্বক্ষেত্রে উত্তরবঙ্গ বঞ্চিত সর্বদাই। যেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় যথেষ্ট কম রয়েছে ।স্কুল বন্ধের এই ঘোষণা শুধুমাত্র দক্ষিণবঙ্গ কেন্দ্রিক।” শিলিগুড়ির ডিআই অফিসে গতকাল রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একটি স্মারকলিপিও তুলে দিয়েছিলেন তিনি। সেই প্রেক্ষিতে শুক্রবার ফিরহাদ হাকিম বলেন, “কোথায় মেঘ উঠেছে, কোথায় বৃষ্টি হচ্ছে, কোথায় গরম, কোথায় ঠান্ডা.. এ সমস্ত কিছু বলে বিভাজনের রাজনীতি করতে চাইছেন বিজেপি নেতারা। একসময় এই শংকর ঘোষ সিপিএমের নেতা ছিল। এখন বিজেপির বিধায়ক – নেতা হয়েছে। আগামী দিনে হয়ত অন্য কোনও দলে দেখা যাবে তাকে। তাই ওনার মত একজন পাগল কী বললেন তা নিয়ে কিছু যায় আসে না।”

উল্লেখ্য, দক্ষিণের জেলাগুলিতে বর্তমানে এক তীব্র অস্বস্তিকর গরম রয়েছে। একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ছিটেফোটা বৃষ্টি হলেও তাতে গরম কমেনি। এদিকে দেখা নেই কালবৈশাখীরও। কলকাতা ও আশেপাশের শহরতলি এলাকায় প্রায় দুই মাস হয়ে গেল, বৃষ্টির দেখা নেই। গরমের চোটে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। মারাও গিয়েছেন বেশ কয়েকজন। এমন প্রতিকূল পরিস্থিতির মধ্যেও স্কুল পড়ুয়াদের প্রতিদিন স্কুলে যেতে হচ্ছিল। অভিভাবক অভিভাবিকাদের একাংশ থেকে দাবি তোলা হচ্ছিল, গরমের ছুটি এগিয়ে দেওয়া হোক, কিংবা অনলাইনে ক্লাস করানো হোক। পরিস্থিতি বিবেচনা করে রাজ্য সরকারও স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন : Anubrata Mondal: লালবাতি গাড়িতে কেন চড়েন অনুব্রত? হাইকোর্টে মামলা ঠোকায় ফাঁপড়ে ‘কেষ্ট’

আরও পড়ুন : Agitation at PSC office: আদালতের নির্দেশ সত্ত্বেও মেলেনি চাকরি, পিএসসি অফিসের সামনে বিক্ষোভ প্রার্থীদের