AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Firhad Hakim’s daughter FB post: ‘সামাজিক যন্ত্রণার দায় নেবে কে?’ ফেসবুকে গর্জে উঠলেন ববি-কন্যা

Firhad Hakim's daughter FB post: রবিবার সকালে চেতালায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। প্রথমে কারোর প্রবেশ নিষিদ্ধ থাকলেও পরে ভিতরে ঢোকেন মন্ত্রীর বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। কয়েক ঘণ্টা পর ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, "আমি আগেও বলেছি, এখনও বলছি। আমরা কোনওভাবে ভীত নই এই ধরনের রেড অথবা তল্লাশির ক্ষেত্রে। আমরা কোনও কিছু লুকিয়ে রাখতে চাই না।"

Firhad Hakim's daughter FB post: 'সামাজিক যন্ত্রণার দায় নেবে কে?' ফেসবুকে গর্জে উঠলেন ববি-কন্যা
ফিরহাদ হাকিম ও প্রিয়দর্শিনী হাকিমImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 08, 2023 | 4:48 PM
Share

কলকাতা: সামাজিক সম্মানহানির কথা আগেই বলেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। এবার সেই একই সুরে সুর মেলালেন মন্ত্রীকন্যা প্রিয়দর্শিনী হাকিম। প্রশ্ন তুলে বললেন, “আমাদের প্রমাণ করার কিছুই নেই। তবে যে সামাজিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হল তাঁর দায় নেবে কে?”

রবিবার সকালে চেতালায় ফিরহাদ হাকিমের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। প্রথমে কারোর প্রবেশ নিষিদ্ধ থাকলেও পরে ভিতরে ঢোকেন মন্ত্রীর বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম। কয়েক ঘণ্টা পর ফেসবুকে পোস্ট করেন তিনি। লেখেন, “আমি আগেও বলেছি, এখনও বলছি। আমরা কোনওভাবে ভীত নই এই ধরনের রেড অথবা তল্লাশির ক্ষেত্রে। আমরা কোনও কিছু লুকিয়ে রাখতে চাই না।” ক্ষুব্ধ মন্ত্রী কন্যার প্রশ্ন, “শুধুমাত্র সামাজিকভাবে অপমান করা এবং মানুষকে অনৈতিকভাবে হেনস্থা করা এই ধরনের তল্লাশির অর্থ কী? কী কারণে অনৈতিকভাবে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে?”

সম্মানহানির আশঙ্কা করে প্রশ্ন তুলে প্রিয়দর্শিনী লেখেন, “সামাজিক সম্মান কি এভাবে থাকছে? পরিবারকে যে মানসিকভাবে হেনস্থা করা হচ্ছে সেটা কি আদৌ উচিত? এর দায় কে দায় নেবে? এই অনৈতিকভাবে তল্লাশি চালানোর পর কিছু না পাওয়া যায় তাহলে?”

এর আগে ববিও একই প্রসঙ্গ তুলেছিলেন। বলেছিলেন, “ইডি-সিবিআই রেড কোনও ব্যাপার নয়। কিন্তু এত সামাজিক অসম্মান হয়। সংবাদমাধ্যম চ্যানেলে চালানো হয়। একজন মানুষ রাজনীতির সঙ্গে যুক্ত বলে তাঁকে চোরের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয় এটাতে সামাজিক অসম্মান হয়। হয়ত কিছুই পাওয়া যাবে না।”